জয় দিয়ে শুরু শ্রীলঙ্কা সফর, ভারতীয় ক্রিকেটে গম্ভীর-যুগের শুরুতেই সূর্যকুমারদের মুখে হাসি

টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে টানা জিতেই চলেছে ভারতীয় দল। জিম্বাবোয়ে সফরে প্রথম টি-২০ ম্যাচে হারের পর থেকে টানা পাঁচ ম্যাচে জয় পেল ভারত।

শ্রীলঙ্কাকে সহজে ৪৩ রানে হারিয়ে কোচ গৌতম গম্ভীর যুগে প্রবেশ করল ভারতীয় ক্রিকেট। ক্রিকেটার হিসেবে টি-২০, ওডিআই বিশ্বকাপ জিতেছেন। এবার ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার পর প্রথম ম্যাচেই জয় পেলেন গম্ভীর। শনিবার পাল্লেকেলেতে পূর্ণ দাপট দেখিয়ে জয় পেল ভারতীয় দল। টসে হারা ছাড়া বাকি সবকিছুতেই এগিয়েছিল ভারত। প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ২১৩ রান করেন সূর্যকুমার যাদবরা। জবাবে ১৯.২ ওভারে ১৭০ রানে অলআউট হয়ে গেল শ্রীলঙ্কা। টি-২০ সিরিজের শুরুটা ভালো হল। এবার বাকি ম্যাচগুলিতেও জয়ই গম্ভীরের দলের একমাত্র লক্ষ্য।

অধিনায়ক সূর্যকুমারের দাপুটে ইনিংস

Latest Videos

টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর প্রথম ম্যাচেই দুর্দান্ত ইনিংস খেললেন সূর্যকুমার। শনিবার ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ২৬ বলে ৫৮ রান করেন সূর্যকুমার। তাঁর ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ ৩৩ বলে ৪৯ রান করেন। ওপেনার যশস্বী জয়সোয়াল ২১ বলে ৪০ রান করেন। অপর ওপেনার শুবমান গিল ১৬ বলে ৩৪ রান করেন। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সেরা পারফরম্যান্স দেখান মাথিসা পাথিরানা। তিনি ৪০ রান দিয়ে ৪ উইকেট নেন।

বিফলে শ্রীলঙ্কার ওপেনারদের লড়াই

বড় টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরুটা দারুণভাবে করেন শ্রীলঙ্কার ওপেনার পথুম নিশাঙ্ক (৪৮ বলে ৭৯) ও ও কুশল মেন্ডিস (২৭ বলে ৪৫)। ওপেনিং জুটিতে যোগ হয় ৮৪ রান। কিন্তু এরপর অন্য কোনও ব্যাটার বড় রান করতে পারেননি। কুশল পেরেরা করেন ২০ রান। কামিন্দু মেন্ডিস করেন ১২ রান। শ্রীলঙ্কার অন্য কোনও ব্যাটার ২ অঙ্কের রান করতে পারেননি। বল হাতে কামাল করেন রিয়ান পরাগ। তিনি ১.২ ওভার বোলিং করে ৫ রান দিয়ে ৩ উইকেট নেন। ৩ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন আর্শদীপ সিং। ৪ ওভারে ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন অক্ষর প্যাটেল। ১ উইকেট করে নেন মহম্মদ সিরাজ ও রবি বিষ্ণোই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আর্থিকভাবে পিছিয়ে থাকা জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ডের পাশে থাকার সিদ্ধান্ত, ঐতিহাসিক পদক্ষেপ ইংল্যান্ডের

'আমাদের বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পদে স্বাগত,' গম্ভীরকে বিশেষ বার্তা দ্রাবিড়ের

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচের আগে নেটে লেগস্পিনার হার্দিক পান্ডিয়া, দেখুন ভিডিও

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন