টি-২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র। টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।
টি-২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র। টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।
পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে জয়ের পর এবার সামনে আমেরিকা। বুধবার, নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে, ভারতীয় সময় রাত ৮টায় শুরু খেলা। আমেরিকার বিরুদ্ধে খেলার জন্য একেবারে মুখিয়ে রয়েছেন রোহিতরা (Rohit Sharma)। ২২ গজের লড়াইতে নামার আগে হয়ে গেল টস। টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।
প্রসঙ্গত, আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে বেশ ভালো ক্রিকেটই উপহার দেন কোহলিরা (Virat Kohli)। তারপর রবিবার, পাকিস্তানের (Pakistan Cricket Team) বিরুদ্ধে কম রান করেও জয় পায় ভারত (Indian Cricket Team)। কার্যত, বোলিং বিভাগের দাপটে রীতিমতো নাস্তানাবুদ হয় পাক ক্রিকেট দল।
আর এবার সামনে আমেরিকা (USA)। আয়ারল্যান্ড এবং পাকিস্তান ম্যাচে জয় পেয়ে ইতিমধ্যেই পরবর্তী রাউন্ডের দিকে অনেকটাই এগিয়ে গেছে ভারত। অন্যদিকে, এই প্রথম ২২ গজের লড়াইতে মুখোমুখি হবে ভারত বনাম আমেরিকা। ধারে ও ভারে এবং অঙ্কের হিসেবে অনেকটাই এগিয়ে ভারত। তবে, পরপর দুই ম্যাচ জিতে মাঠে নামবে আমেরিকাও। যার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে জয়ও আছে।
ভারতের প্রথম একাদশঃ
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম একাদশঃ
সায়ন জাহাঙ্গীর, স্টিভেন টেলর, অ্যান্দ্রিস গুজ, অ্যারন জোন্স, নীতিশ কুমার, কোরে অ্যান্ডারসন, হরমীত সিং, শ্যান্ডলে, যশদীপ সিং, সৌরভ নেত্রাভালকার, আলি খান
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।