রুদ্ধশ্বাস ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪ রানে হার, টি-২০ সিরিজে পিছিয়ে পড়ল ভারত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট, ওডিআই সিরিজ জিততে বিশেষ সমস্যা হয়নি ভারতীয় দলের। তবে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে দারুণ লড়াই করল ওয়েস্ট ইন্ডিজ।

Soumya Gangully | Published : Aug 3, 2023 5:34 PM IST / Updated: Aug 04 2023, 12:20 AM IST

ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় হার ভারতের। ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে হারের পর টি-২০ সিরিজের প্রথম ম্যাচে হেরে গেল ভারতীয় দল। বৃহস্পতিবার ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ম্যাচে ৪ রানে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। লড়াই করেও জয় পেল না ভারত। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৪৯ রান করে ক্যারিবিয়ানরা। জবাবে ভারতীয় দল ৯ উইকেটে ১৪৯ রান করে। ফলে টি-২০ সিরিজে ০-১ পিছিয়ে পড়লেন হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যাটিংয়ে ভালো পারফরম্যান্স দেখালেন উইকেটকিপার-ব্যাটার নিকোলাস পুরাণ ও অধিনায়ক রভম্যান পাওয়েল। বল হাতে ভালো পারফরম্যান্স দেখালেন ওবেদ ম্যাককয়, জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড। ভারতের হয়ে টি-২০ ফর্ম্যাটে অভিষেক ম্যাচে লড়াই করেন তিলক ভার্মা। বল হাতে ভালো পারফরম্যান্স দেখান আর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল।

এদিন ম্যাচের শুরুটা ভালো করে ভারত। ৩০ রানের মধ্যে ২ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার কাইল মেয়ার্স ১ রান করেই আউট হয়ে যান। ৩ নম্বরে ব্যাটিং করতে নামা জনসন চার্লস করেন ৩ রান। ওপেনার ব্র্যান্ডন কিং করেন ২৮ রান। ৪ নম্বরে ব্যাটিং করতে নামা পুরাণ করেন ৪১ রান। পাওয়েল করেন ৪৮ রান। শিমরন হেটমায়ার করেন ১০ রান। ৪ রান করে অপরাজিত থাকেন শেফার্ড। ৬ রান করে অপরাজিত থাকেন হোল্ডার।

ভারতের হয়ে ৩১ রান দিয়ে ২ উইকেট নেন আর্শদীপ। ২৪ রান দিয়ে ২ উইকেট নেন চাহাল। ২৭ রান দিয়ে ১ উইকেট নেন হার্দিক। ২০ রান দিয়ে ১ উইকেট নেন কুলদীপ যাদব

রান তাড়া করতে নেমে ৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় ভারত। ওপেনার শুবমান গিল মাত্র ৩ রান করেই আউট হয়ে যান। অপর ওপেনার ঈশান কিষান করেন ৬ রান। সূর্যকুমার করেন ২১ রান। ২২ বলে ৩৯ রান করেন তিলক। তাঁর ইনিংসে ছিল ২টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। হার্দিক করেন ১৯ রান। ১২ রান করে রান আউট হয়ে যান সঞ্জু স্যামসন। অক্ষর প্যাটেল করেন ১৩ রান। কুলদীপ করেন ৩ রান। ১২ রান করে রান আউট হয়ে যান আর্শদীপ। ১ রান করে অপরাজিত থাকেন চাহাল। মুকেশ কুমারও ১ রান করে অপরাজিত থাকেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৯ রান দিয়ে ২ উইকেট নেন হোল্ডার। ২৮ রান দিয়ে ২ উইকেট নেন ম্যাককয়। ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন শেফার্ড। ১৭ রান দিয়ে ১ উইকেট নেন আকিল হোসেন।

আরও পড়ুন-

Brian Lara : ব্রায়ান লারার সঙ্গে দেখা, উচ্ছ্বসিত শুবমান গিল-ঈশান কিষান

রঞ্জি ট্রফি খেতাব অধরাই, নতুন মরসুম শুরুর আগে অবসর ঘোষণা মনোজ তিওয়ারির

আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে অধিনায়ক জসপ্রীত বুমরা, দলে রিঙ্কু সিং

Read more Articles on
Share this article
click me!