ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে টসে হেরে ফিল্ডিং ভারতের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট, ওডিআই সিরিজে জয় পেয়েছে ভারতীয় দল। এবার টি-২০ সিরিজেও জয়ের লক্ষ্যেই খেলতে নেমেছেন হার্দিক পান্ডিয়ারা।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে প্রথমে ফিল্ডিং করছে ভারতীয় দল। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রভম্যান পাওয়েল। ভারতীয় দলের হয়ে এই ম্যাচে খেলছেন বাংলার পেসার মুকেশ কুমার। টেস্ট, ওডিআই সিরিজে ভালো পারফরম্যান্সের পর এবার টি-২০ সিরিজেও ভালো পারফরম্যান্সের লক্ষ্যে মুকেশ। আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখানো তিলক ভার্মাও এবার জাতীয় দলের হয়ে টি-২০ ফর্ম্যাটে খেলার সুযোগ পেলেন। বৃহস্পতিবার ২০০-তম টি-২০ ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল। ২০০৬ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ খেলেছিল ভারত। এরপর ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। তারপর থেকে নিয়মিত টি-২০ ম্যাচ খেলছে ভারত। 

এই ম্যাচে ভারতীয় দলের হয়ে খেলছেন- শুবমান গিল, ঈশান কিষান (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং ও মুকেশ কুমার।

Latest Videos

ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলছেন- কাইল মেয়ার্স, ব্র্যান্ডন কিং, জনসন চার্লস (উইকেটকিপার), নিকোলাস পুরাণ, শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল (উইকেটকিপার), জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, আলজারি জোশেফ ও ওদেব ম্যাককয়।

ভারতের অধিনায়ক হার্দিক বলেছেন, ‘এই সফরে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়াই আমাদের পরিকল্পনা ছিল। আমরা এখানে টি-২০ বিশ্বকাপ খেলতে আসব। ফলে কয়েকজন ক্রিকেটার খেলার সুযোগ পেতে পারে। আমরা এরপর আবার যখন এখানে আসব, ততদিনে তৈরি হয়ে যাব। আমি সবসময় সহজ-সরলভাবে খেলা পছন্দ করি। আমার কাছে উন্নতি করাই আসল ব্যাপার। আমি নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে এগোতে চাই। আমরা হয়তো কয়েকটি ম্যাচে ব্যর্থ হতে পারি, কয়েকটি ম্যাচ হারতে পারি। আমার তাতে কোনও সমস্যা নেই। নিজেদের চ্যালেঞ্জ করাই আসল। উমরান (মালিক), (রবি) বিষ্ণোই এই ম্যাচে খেলছে না। আমরা ৩ জন স্পিনারকে নিয়ে খেলছি।’

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক পাওয়েল বলেছেন, ‘আমরা প্রথমে ব্যাটিং করছি। পিচ দেখে শুকনো বলেই মনে হচ্ছে। ভারতীয় দলে অনেকজন স্পিনার আছে। আমরা কীভাবে ওদের সামাল দিই সেটা দেখতে হবে। দলের সবাই ভালো খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী। আমাদের পরিকল্পনায় খুব বেশি বদল করা হয়নি। আমরা এখনও বাউন্ডারি মারতে পারি, দ্রুত ছুটে রান নিতে পারি। আমাদের শক্তি অনুযায়ীই খেলব।’

আরও পড়ুন-

রঞ্জি ট্রফি খেতাব অধরাই, নতুন মরসুম শুরুর আগে অবসর ঘোষণা মনোজ তিওয়ারির

রোহিত-বিরাটকে ছাড়াই তৃতীয় ম্যাচে ২০০ রানে জয়, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজও ভারতের

বিরাট কোহলিকে আলিঙ্গন, আবেগে কান্না ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার জশুয়া ডা সিলভার মায়ের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today