আইসিসি-র পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে এখন অন্যতম দুর্বল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু এই ক্যারিবিয়ানদের বিরুদ্ধেই টি-২০ সিরিজে হেরে গেল ভারতীয় দল। এই ফলে ক্ষুব্ধ প্রাক্তন ক্রিকেটাররা।
গত কয়েক মাস ধরে টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলে রাখা হচ্ছে না রোহিত শর্মা, বিরাট কোহলির মতো সিনিয়র ক্রিকেটারদের। আগামী বছরের টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুন করে দল সাজাতে চাইছে বিসিসিআই। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের এই পরিকল্পনা কার্যকর হল না। সদ্য অভিষেক হওয়া যশস্বী জয়সোয়াল, তিলক ভার্মা, মুকেশ কুমার ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। কিন্তু বাকিরা ধারাবাহিকতা দেখাতে পারছেন না। টি-২০ ফর্ম্যাটে গত ২ বছর ধরে অসাধারণ পারফরম্যান্স দেখানো সূর্যকুমার যাদব যেদিন ভালো ব্যাটিং করছেন সেদিন দল জিতছে। কিন্তু নিয়মিত বড় রান পাচ্ছেন না সূর্যকুমার। সুযোগ পেয়েও নিজেকে প্রমাণ করতে ব্যর্থ কেরালার উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। বোলারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স কুলদীপ যাদবের। কিন্তু যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না। ফলে বোলিংয়ে ভেদশক্তির অভাব স্পষ্ট।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে হারের পর ভারতীয় দল নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ। ট্যুইটে তাঁর তোপ, ‘সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দল এখন অত্যন্ত সাধারণ মানের হয়ে গিয়েছে। যে ওয়েস্ট ইন্ডিজ দল কয়েক মাস আগেই ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে, সেই দলের কাছেই হেরে গেল ভারত। আমরা বাংলাদেশের কাছে ওডিআই সিরিজে হেরে গিয়েছি। আশা করি বোকা বোকা বিবৃতি দেওয়ার বদলে টিম ম্যানেজমেন্ট নিজেদের পারফরম্যান্স খতিয়ে দেখবে।’
দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের হার কিছুতেই মেনে নিতে পারছেন না প্রসাদ। তিনি বলেছেন, ‘শুধু ওডিআই বিশ্বকাপেই নয়, ২০২২-এর অক্টোবর-নভেম্বরে টি-২০ বিশ্বকাপেরও যোগ্যতা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় দল খারাপ খেলছে এবং নির্দিষ্ট প্রক্রিয়ার কথা বলে কার্পেটের নীচে খারাপ পারফরম্যান্স চাপা দিয়ে রাখছে। এটা দেখে আমি ব্যথিত। জয়ের খিদে, আগুন দেখা যাচ্ছে না। আমরা বিভ্রমের মধ্যে বাস করছি।’
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে হারের জন্য ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও টিম ম্যানেজমেন্টকে দায়ী করেছেন প্রসাদ। তিনি বলেছেন, প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে একটি প্রক্রিয়া অনুসরণ করা হত। কিন্তু বর্তমান টিম ম্যানেজমেন্ট দল বাছাইয়ের ক্ষেত্রে ধারাবাহিকতা দেখাচ্ছে না। টিম ম্যানেজমেন্টকে আক্রমণ করে প্রসাদ বলেছেন, ‘টিম ম্যানেজমেন্টই এই ভরাডুবির জন্য দায়ী। টিম ম্যানেজমেন্টকে দায় নিতে হবে। এখন প্রক্রিয়ার মতো শব্দের অপব্যবহার করা হচ্ছে। এমএস সত্যিই এই প্রক্রিয়া কাজে লাগিয়েছিল। কিন্তু এই শুধু এই কথা ব্যবহার করা হচ্ছে। দল গঠনে কোনও ধারাবাহিকতা নেই। ভারতীয় দলে যথেচ্ছাচার চলছে।’
আরও পড়ুন-
বিফলে সূর্যকুমার যাদবের লড়াই, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে হার ভারতের
আয়ারল্যান্ড সফরে বিশ্রামে দ্রাবিড়, ভারতীয় দলের নতুন কোচ সীতাংশু কোটাক
Rohit Sharma : লক্ষ্য ওডিআই বিশ্বকাপ, জিমে গা ঘামাচ্ছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা