ভারত-পাকিস্তান ম্যাচের দিন বদলের ব্যাপারে ২-৩ দিনের মধ্যেই সিদ্ধান্ত, জানালেন জয় শাহ

Published : Jul 27, 2023, 10:02 PM ISTUpdated : Jul 28, 2023, 12:05 AM IST
take a look on history of India vs Pakistan match in icc t20 world cup spb

সংক্ষিপ্ত

কিছুদিন আগেই ওডিআই বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। পিসিবি-র আপত্তিতে গুরুত্ব না দিয়ে আমেদাবাদেই ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করা হচ্ছে।

নবরাত্রির সময় নিরাপত্তাজনিত কারণে ওডিআই বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ১৫ অক্টোবরের বদলে অন্য কোনও দিন হতে পারে বলে শোনা যাচ্ছে। তবে বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, এখনও পর্যন্ত ভারত-পাকিস্তান ম্যাচের দিন বদলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়নি। ২-৩ দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিসিসিআই সচিব আরও জানিয়েছেন, আইসিসি-র ৩টি সদস্য দেশ ওডিআই বিশ্বকাপের সূচি নিয়ে আপত্তি জানিয়েছে। সংশ্লিষ্ট দেশগুলির পক্ষ থেকে আইসিসি-কে চিঠিও দেওয়া হয়েছে। ফলে বিশ্বকাপের সূচি বদল নিয়ে আলোচনা চলছে। এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে চলেছে আইসিসি। কয়েকদিনের মধ্যেই বিশ্বকাপের সূচি বদলের কথা ঘোষণা করতে পারে আইসিসি। 

গত মাসে ওডিআই বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি ও বিসিসিআই। ১৫ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান হবে বলে ঘোষণা করা হয়। আমেদাবাদে খেলতে আপত্তির কথা জানিয়েছিল পিসিবি। কিন্তু তা সত্ত্বেও আমেদাবাদেই ভারত-পাকিস্তান ম্যাচ হতে চলেছে। তবে নবরাত্রির জন্য ভারত-পাক ম্যাচের দিন বদলাতে চলেছে।

১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে নবরাত্রি। গুজরাটের সবচেয়ে বড় উৎসব গরবা। সারা রাজ্যের মানুষ এই উৎসবে মেতে থাকেন। ফলে সেদিন ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করার ক্ষেত্রে নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে। এই কারণে ম্যাচের দিন বদলানো হতে পারে বলে শোনা যাচ্ছে। বিসিসিআই-এর পক্ষ থেকে আইসিসি-কে সূচি বদলানোর অনুরোধ জানানো হয়েছে। তবে যদি ভারত-পাক ম্যাচের দিন বদলানো হয়, তাহলে অসংখ্য মানুষ সমস্যায় পড়ে যাবেন। কারণ, ইতিমধ্যেই আমেদাবাদের বেশিরভাগ হোটেলে বুকিং হয়ে গিয়েছে। শুধু ভারত-পাক ম্যাচ দেখার জন্যই দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে আমেদাবাদে আসছেন কয়েক হাজার মানুষ। ম্যাচের দিন বদলালে তাঁদের হোটেল বুকিং ও উড়ানের টিকিটের তারিখও বদলাতে হবে।

বিসিসিআই সূত্রে খবর, ‘গত বছর গুজরাটে গরবার সময় নিরাপত্তা নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছিল। ফলে এবার নবরাত্রির প্রথম দিন ভারত-পাকিস্তান ম্যাচ হলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকবে। সেই কারণেই ম্যাচের দিন বদলানোর অনুরোধ জানাচ্ছে বিসিসিআই। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে আইসিসি। তবে ম্যাচের দিন বদলানো মোটেই সহজ নয়। কারণ, এর সঙ্গে অনেককিছু জড়িয়ে আছে। প্রতিটি বিষয়ই খতিয়ে দেখতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলে তারপরেই আমাদের পক্ষে সবকিছু জানানো সম্ভব হবে। তবে যদি নিরাপত্তার কারণে ম্যাচের দিন বদলাতে হয়, তাহলে অবশ্যই আমরা পরিস্থিতি অনুযায়ী উপযুক্ত সিদ্ধান্ত নেব।’

আরও পড়ুন-

কুলদীপ-জাদেজার যুগলবন্দিতে ধ্বংস ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইন আপ, সহজ জয় ভারতের

Rohit Sharma : নতুন ছেলেরা কীভাবে দায়িত্ব পালন করছে সেটা গুরুত্বপূর্ণ, প্রথম ওডিআই ম্যাচের আগে বললেন রোহিত

রাঁচির রাস্তায় বিলাসবহুল ভিন্টেজ গাড়িতে সওয়ার মহেন্দ্র সিং ধোনি, ভাইরাল ভিডিও

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে