আইপিএল-এর পারফরম্যান্স কী করে টেস্ট দলের যোগ্যতা হিসেবে বিবেচিত হচ্ছে? অখুশি শাস্ত্রী

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতের টেস্ট, ওডিআই দল ঘোষণা করা হয়েছে। টেস্ট দল থেকে চেতেশ্বর পূজারার বাদ পড়া নিয়ে যেমন প্রশ্ন তুলেছেন সুনীল গাভাসকর, তেমনই আইপিএল-এর পারফরম্যান্সের ভিত্তিতে টেস্ট দলে সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন রবি শাস্ত্রী।

Soumya Gangully | Published : Jun 24, 2023 3:28 PM IST
110
আইপিএল-এর পারফরম্যান্স বিচার করে টেস্ট দল বাছাই করা যায় না, মত রবি শাস্ত্রীর

এবারের আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখানোর সুবাদে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দলে সুযোগ পেয়েছেন যশস্বী জয়সোয়াল, রুতুরাজ গায়কোয়াড়, মুকেশ কুমাররা। নির্বাচকদের এই সিদ্ধান্তে খুশি নন ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী।

210
টেস্ট দল বাছাই করা নিয়ে নির্বাচকদের সতর্ক থাকা উচিত, মত রবি শাস্ত্রীর

ভারতীয় দলের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী বলেছেন, ভারতের অনেক তরুণ ক্রিকেটারই আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। কিন্তু সাদা বলের ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখানোর পরেই লাল বলের ক্রিকেটে সুযোগ দেওয়ার ব্যাপারে সতর্ক থাকা উচিত নির্বাচকদের।

310
টেস্ট দল নির্বাচনের ক্ষেত্রে লাল বলে পারফরম্যান্স বিবেচনা করা উচিত, মত রবি শাস্ত্রীর

রবি শাস্ত্রী বলেছেন, ভারতের টেস্ট দলে কোনও ক্রিকেটারকে সুযোগ দিতে হলে আইপিএল-এর পারফরম্যান্স নয়, লাল বলের ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনা করা উচিত। 

410
টেস্ট ম্যাচ খেলার জন্য ক্রিকেটারদের উপযুক্ত মানসিকতা দরকার, মত রবি শাস্ত্রীর

রবি শাস্ত্রী বলেছেন, টেস্ট ম্যাচ খেলতে হলে ক্রিকেটারদের উপযুক্ত মানসিকতা দরকার। কঠিন পরিস্থিতিতে যেমন লড়াই করতে হয়, তেমনই সহনশীলতাও দরকার।

510
ভারতের টেস্ট দল থেকে এখনই সব সিনিয়র ক্রিকেটারকে ছেঁটে ফেলা সম্ভব নয়, মত রবি শাস্ত্রীর

৩ ফর্ম্যাটে ভারতীয় দল সম্পর্কে রবি শাস্ত্রী বলেছেন, 'ভারতীয় দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটার বাদ পড়বেন এবং তরুণ ক্রিকেটাররা তাঁদের জায়গা নেবেন। টি-২০ ক্রিকেটে এ ব্যাপারে কোনও প্রশ্নই নেই। ৫০ ওভারের ক্রিকেটে সিনিয়রদের বাদ পড়ার সম্ভাবনা কম। টেস্ট ক্রিকেটে তো আরও কম সিনিয়র ক্রিকেটারকে বাদ দেওয়া সম্ভব হবে।' 

610
পরিবেশ-পরিস্থিতি বিচার করে এবং লাল বলের ক্রিকেটে পারফরম্যান্স দেখেই টেস্ট দল বাছাই করা উচিত, মত রবি শাস্ত্রীর

রবি শাস্ত্রী বলেছেন, আইপিএল-এ তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স দেখেই তাঁদের টেস্ট দলে সুযোগ দেওয়া উচিত নয়। লাল বলের ক্রিকেটে পারফরম্যান্স এবং কোথায় ম্যাচ হচ্ছে, সেই পরিবেশ-পরিস্থিতি বিচার করে তবেই দল বাছাই করা উচিত।

710
টেস্ট ম্যাচ খেলার জন্য ক্রিকেটারদের মানসিকতাই আসল, মত ভারতের প্রাক্তন কোচের

রবি শাস্ত্রী বলেছেন, 'আমার কাছে টেস্ট ম্যাচ খেলার জন্য মানসিকতাই আসল। মানসিকতাই সবচেয়ে বড় বিষয়। কোনও ক্রিকেটার নির্ভয়ে খেলতে পারে কি না, সেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।' 

810
ভারতীয় দলকে আরও সাফল্য পেতে হলে রিজার্ভ বেঞ্চের শক্তি বাড়াতে হবে, মত শাস্ত্রীর

রবি শাস্ত্রী বলেছেন, ভারতে প্রতিভাবান ক্রিকেটারের অভাব নেই। এটা ভারতীয় ক্রিকেটের পক্ষে ভালো দিক। শক্তিশালী রিজার্ভ বেঞ্চ অত্যন্ত প্রয়োজনীয়। সেটা হলে দলে যেমন প্রতিযোগিতামূলক মানসিকতা বৃদ্ধি পাবে, তেমনই মসৃণভাবে সিনিয়র ক্রিকেটারদের পরিবর্তে তরুণদের সুযোগ দেওয়া যাবে। 

910
আইপিএল-এর পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে টেস্ট দলে যশস্বী জয়সোয়াল

প্রথমবার টেস্ট ক্রিকেটে ভারতের মূল দলে জায়গা পেয়েছেন তরুণ ব্যাটার যশস্বী জয়সোয়াল। আইপিএল-এ রাজস্থান রয়্যালসের হয়ে যেমন দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন, তেমনই ঘরোয়া ক্রিকেটেও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন এই তরুণ।

1010
আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের ওপেনার রুতুরাজ গায়কোয়াড়ও টেস্ট দলে

এবারের আইপিএল চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের টেস্ট দলে জায়গা পেয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। তিনি এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে স্ট্যান্ডবাই ছিলেন। তবে সেই সময় বিয়ের জন্য দলে যোগ দিতে পারেননি।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos