১০ বছর পর ফের একসঙ্গে অনুশীলনে জেমাইমা রডরিরেজ ও অর্জুন তেন্ডুলকর
অনূর্ধ্ব-১২ পর্যায়ে একই কোচের কাছে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন জেমাইমা রডরিরেজ ও অর্জুন তেন্ডুলকর। ১০ বছর পর ফের একসঙ্গে নেটে অনুশীলন করলেন এই দুই ক্রিকেটার।
210
নেটে অর্জুন তেন্ডুলকরের সঙ্গে ফের অনুশীলনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জেমাইমা রডরিগেজ
এক দশক পর ফের অর্জুন তেন্ডুলকরের সঙ্গে নেটে অনুশীলন করে উচ্ছ্বসিত জেমাইমা রডরিগেজ। তিনি সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে লিখেছেন, 'অনূর্ধ্ব-১২ পর্যায়ের দিনগুলি থেকে এখনও পর্যন্ত…আমরা অনেকদূর চলে এসেছি।'
310
এবারের আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলার সুযোগ পেয়েছেন অর্জুন তেন্ডুলকর
এবারই প্রথম আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলার সুযোগ পান অর্জুন তেন্ডুলকর। তিনি অবশ্য খুব বেশি ম্যাচে খেলার সুযোগ পাননি।
Related Articles
410
ভারতের মহিলা ক্রিকেট দলের অন্যতম তারকা হয়ে উঠেছেন জেমাইমা রডরিগেজ
ভারতের সিনিয়র মহিলা ক্রিকেট দলের হয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন জেমাইমা রডরিগেজ। তিনি অল্পদিনের মধ্যেই ভারতীয় দলের ব্যাটিংয়ের ভরসা হয়ে উঠেছেন।
510
এখনও পর্যন্ত টেস্ট ম্যাচে খেলার সুযোগ পাননি জেমাইমা রডরিগেজ, খেলছেন সীমিত ওভারের ফর্ম্যাটে
ভারতীয় দলের হয়ে মহিলাদের টি-২০, ওডিআই মিলিয়ে ১০১টি ম্যাচ খেলেছেন জেমাইমা রডরিগেজ। তবে এখনও পর্যন্ত টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাননি জেমাইমা।
610
ভারতীয় দলের হয়ে টি-২০, ওডিআই মিলিয়ে ১৩টি অর্ধশতরান করেছেন জেমাইমা রডরিগেজ
ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ১০টি এবং ওডিআই ম্যাচে ৩টি অর্ধশতরান করেছেন জেমাইমা রডরিগেজ। ওডিআই ম্যাচে সর্বাধিক স্কোর অপরাজিত ৮১। টি-২০ ম্যাচে সর্বাধিক স্কোর ৭৬।
উইমেনস প্রিমিয়ার লিগের প্রথম মরসুমের ফাইনালে মুম্বই ইন্ডিয়ানসের কাছে হেরে রানার্স হয়েছে দিল্লি ক্যাপিটালস। দলের অন্যতম সেরা তারকা জেমাইমা রডরিগেজ।
810
গত কয়েক মাস ধরে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পাননি জেমাইমা রডরিগেজ
গত কয়েক মাস ধরে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি জেমাইমা রডরিগেজ। উইমেনস প্রিমিয়ার লিগ ফাইনালেই তিনি শেষ ম্যাচ খেলেন।
910
২০১৮ সাল থেকে জাতীয় দলের হয়ে খেলছেন জেমাইমা রডরিগেজ, তিনি এখন আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিষ্ঠিত
২০১৮ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জেমাইমা রডরিগেজের। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের দলে রাখা হয় তাঁকে। সেই থেকে জাতীয় দলের হয়ে খেলে চলেছেন জেমাইমা।
1010
আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি জাতীয় পর্যায়ে হকিও খেলেছেন জেমাইমা রডরিগেজ
মহারাষ্ট্রের হয়ে অনূর্ধ্ব-১৭ পর্যায়ে হকি খেলেছেন জেমাইমা রডরিগেজ। তিনি জানিয়েছেন, হকি খেলার ফলে ক্রিকেটে তাঁর বড় শট খেলতে সুবিধা হয়।