প্রথম ওডিআই ম্যাচে ভালো হয়নি ব্যাটিং, শনিবার উন্নত পারফরম্যান্সের লক্ষ্যে রোহিতরা

Published : Jul 29, 2023, 03:34 PM ISTUpdated : Jul 29, 2023, 03:41 PM IST
Ishan Kishan

সংক্ষিপ্ত

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে ১-০ জয় পেয়েছে ভারতীয় দল। এবার ওডিআই সিরিজেও জয় পাওয়ার পথে রোহিত শর্মা, ঈশান কিষানরা। প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে ভারতীয় দল।

শনিবার দ্বিতীয় ওডিআই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারালেই সিরিজের দখল নেবে ভারতীয় দল। প্রথম ম্যাচ ৫ উইকেটে জিতে সিরিজে ১-০ এগিয়ে ভারত। প্রথম ম্যাচে অসামান্য বোলিং করেন কুলদীপ যাদব। রবীন্দ্র জাদেজাও ভালো বোলিং করেন। ওডিআই ফর্ম্যাটে অভিষেক ম্যাচে উইকেট পান বাংলার পেসার মুকেশ কুমারও। কিন্তু ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি। ঈশান কিষান ছাড়া আর কোনও ব্যাটার বড় রান পাননি। মিডল অর্ডারের সমস্যা অব্যাহত। সূর্যকুমার যাদব করেন ১৯ রান। হার্দিক পান্ডিয়া করেন ৫ রান। ১৬ রান করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। ১২ রান করে অপরাজিত থাকেন ১ রান করেন শার্দুল ঠাকুর। ১১৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেট খুইয়ে বসে ভারতীয় দল। শনিবার দ্বিতীয় ওডিআই ম্যাচে ভালো ব্যাটিং করাই লক্ষ্য রোহিতদের। বিশেষ করে মিডল অর্ডারের সমস্যা মোকাবিলাই প্রধান লক্ষ্য।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গত ১৬টি ওডিআই ম্যাচের মধ্যে মাত্র ১টিতেই হেরেছে ভারতীয় দল। ফলে শনিবারও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রোহিতরা। বার্বাডোজের কেনসিংটন ওভালে প্রথম ম্যাচে বোলারদের দাপট দেখা গিয়েছিল। ক্যারিবিয়ানদের মতোই ভারতের ব্যাটারদের কাজও কঠিন ছিল। শনিবার দ্বিতীয় ওডিআই ম্যাচও হতে চলেছে একই মাঠে। উইকেট থেকে খুব বেশি মুভমেন্ট ও বাউন্স পাচ্ছেন না পেসাররা। কিন্তু সাহায্য পাচ্ছেন স্পিনাররা। ফলে ফের ক্যারিবিয়ান ব্যাটারদের ঘোল খাওয়াতে তৈরি কুলদীপ-জাদেজা। তবে ভারতের ব্যাটারদের সতর্ক থাকতে হচ্ছে। টসে জিতলে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে পারেন রোহিত। ক্যারিবিয়ান বোলিং লাইন আপে কোনও জুজু নেই। ফলে প্রথমে ব্যাটিং করতে নেমে বড় স্কোরই ভারতীয় দলের লক্ষ্য।

প্রথম ম্যাচে টার্গেট সামান্য থাকায় ঈশানের সঙ্গে শুবমান গিলকে ব্যাটিং ওপেন করতে পাঠান রোহিত। শুবমান অবশ্য বড় রান পাননি। ৭ রান করেই আউট হয়ে যান এই তরুণ। ব্যাটিং করতে নামেননি বিরাট কোহলি। দ্বিতীয় ওডিআই ম্যাচে ভারত যদি প্রথমে ব্যাটিং করে, তাহলে ঈশানের সঙ্গে ব্যাটিং ওপেন করতে পারেন রোহিত। ৩ নম্বরে ব্যাটিং করতে পারেন শুবমান। ৪ নম্বরে ব্যাটিং করতে পারেন বিরাট। ৫ নম্বরে সুযোগ দেওয়া হতে পারে সূর্যকুমারকে। ৬ নম্বরে ব্যাটিং করতে পারেন হার্দিক পান্ডিয়া। ৭ নম্বরে জাদেজা, ৮ নম্বরে শার্দুল নামতে পারেন। ভারতের ব্যাটিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী। শুধু নিজেদের প্রয়োগ করতে হবে।

আরও পড়ুন-

কুলদীপ-জাদেজার যুগলবন্দিতে ধ্বংস ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইন আপ, সহজ জয় ভারতের

ওডিআই বিশ্বকাপের সময় স্টেডিয়ামে দর্শকদের বিনামূল্যে পানীয় জল দেওয়া হবে, জানালেন জয় শাহ

বিশ্বকাপের আগেই ১০০ শতাংশ ফিট হতে চাইছে ঋষভ পন্থ

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?