সংক্ষিপ্ত

ওডিআই বিশ্বকাপের প্রস্তুতিশুরু করে দিয়েছে আইসিসি ও বিসিসিআই। দেশের যে ১০টি স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপের ম্যাচ হবে, সেই স্টেডিয়ামগুলির সংস্কারের কাজ চলছে।

এবারের ওডিআই বিশ্বকাপের সময় দর্শকদের স্বাচ্ছন্দ্যের দিকে বিশেষ নজর দিচ্ছে বিসিসিআই ও আইসিসি। বৃহস্পতিবার বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, ‘আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিষ্কার শৌচাগার এবং সবরকম পরিচ্ছন্নতার উপর জোর দিচ্ছি। ওডিআই বিশ্বকাপের আগেই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশ্বকাপের পর সব স্টেডিয়ামকেই নতুন করে সাজিয়ে তোলা হবে। স্টেডিয়ামের বাইরেও কাজ হবে। দর্শকরা যাতে সহজেই স্টেডিয়ামে যাতায়াত করতে পারেন এবং স্টেডিয়ামগুলিকে আলাদা করে চেনা যায়, সেই ব্যবস্থা করা হবে। অনেক স্টেডিয়ামই মেট্রোরেলের সঙ্গে যুক্ত। দর্শকরা যাতে মেট্রোরেল ধরে স্টেডিয়ামে পৌঁছন, সে ব্যাপারে আমরা উৎসাহ দেব।’

বিসিসিআই সচিব আরও বলেছেন, ‘ওডিআই বিশ্বকাপ চলাকালীন আমরা স্টেডিয়ামে দর্শকদের বিনামূল্যে পানীয় জল দেব। এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসি-র সঙ্গে আমরা এ ব্যাপারে আলোচনা করব। বোতলে বা গ্লাসে করে দর্শকদের বিনামূল্যে পানীয় জল দেওয়া হবে।’

অন্যদিকে, ওডিআই বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচ সম্ভবত ১৫ অক্টোবর হচ্ছে না। কারণ, সেদিন থেকেই শুরু হচ্ছে নবরাত্রি। আমেদাবাদে ১৫ অক্টোবর ভারত-পাক ম্যাচ আয়োজন করা কঠিন। এরই মধ্যে জয় শাহ জানিয়েছেন, 'আইসিসি-র ৩টি সদস্য দেশ ওডিআই বিশ্বকাপের সূচি নিয়ে আপত্তি জানিয়েছে। সংশ্লিষ্ট দেশগুলির পক্ষ থেকে আইসিসি-কে চিঠিও দেওয়া হয়েছে। ফলে বিশ্বকাপের সূচি বদল নিয়ে আলোচনা চলছে। এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে চলেছে আইসিসি। কয়েকদিনের মধ্যেই বিশ্বকাপের সূচি বদলের কথা ঘোষণা করতে পারে আইসিসি।'

৫ অক্টোবর শুরু হচ্ছে এবারের ওডিআই বিশ্বকাপ। ৮ অক্টোবর চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। ১১ অক্টোবর দ্বিতীয় ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। এরপর ১৫ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান লড়াই। ১৯ অক্টোবর পুণেতে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। ২২ অক্টোবর ধরমশালায় নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। ২৯ অক্টোবর লখনউয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারতীয় দল। ২ নভেম্বর মুম্বইয়ে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ। ৫ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। ১১ নভেম্বর লিগ পর্যায়ের শেষ ম্যাচে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ভারত।

আইসিসি যদি বিশ্বকাপের সূচি বদল করে, তাহলে নানারকম সমস্যা তৈরি হবে। হোটেল বুকিং ও উড়ানের টিকিট বদলাতে হবে দর্শকদের। আয়োজকরাও সমস্যায় পড়বেন।

আরও পড়ুন-

কুলদীপ-জাদেজার যুগলবন্দিতে ধ্বংস ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইন আপ, সহজ জয় ভারতের

ভারত-পাকিস্তান ম্যাচের দিন বদলের ব্যাপারে ২-৩ দিনের মধ্যেই সিদ্ধান্ত, জানালেন জয় শাহ

বিরাট কোহলিকে আলিঙ্গন, আবেগে কান্না ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার জশুয়া ডা সিলভার মায়ের