ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে সহজ জয় পেলেও, দ্বিতীয় ম্যাচে হেরে গেল ভারতীয় দল। ফলে সিরিজ এখন ১-১। তৃতীয় ম্যাচেই সিরিজের নিষ্পত্তি হবে।
এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম কোনও ম্যাচে হেরে গেল ভারতীয় দল। টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জয় পায় ভারত। দ্বিতীয় ম্যাচ ড্র হয়। এরপর ওডিআই সিরিজের প্রথম ম্যাচ জেতে ভারত। দ্বিতীয় ওডিআই ম্যাচ জিতলেই সিরিজ দখলে আসত। কিন্তু পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে ডুবল ভারতীয় দল। এই ম্যাচে বিশ্রাম নেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তাঁদের পরিবর্তে দলে আসা সঞ্জু স্যামসন ও অক্ষর প্যাটেল ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। তরুণ উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান ফের দুর্দান্ত ব্যাটিং করেন। কিন্তু তাঁর একার পক্ষে দলকে জেতানো সম্ভব হয়নি। ভারতীয় দল টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪০.৫ ওভারে ১৮১ রানে অলআউট হয়ে যায়। ৩৬.৪ ওভারেই ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
শনিবারের এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ। বৃষ্টির জন্য ভারতের ইনিংসে ২ বার বিঘ্ন ঘটে। ভারতের ইনিংসের শুরুটা ভালো করেন ওপেনার ঈশান ও শুবমান গিল। ৫৫ রান করেন ঈশান। চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে পরপর ৩টি ইনিংসে অর্ধশতরান করলেন এই উইকেটকিপার-ব্যাটার। শুবমান করেন ৩৪ রান। সূর্যকুমার যাদব করেন ২৪ রান। ভারতের হয়ে ওডিআই ফর্ম্যাটে টানা ১৭ ইনিংসে অর্ধশতরান করতে ব্যর্থ হলেন সূর্যকুমার। শার্দুল ঠাকুর করেন ১৬ রান। ১০ রান করেন রবীন্দ্র জাদেজা। সঞ্জু করেন ৯ রান। অক্ষর করেন ১ রান। হার্দিক করেন ৭ রান। ৮ রান করে অপরাজিত থাকেন কুলদীপ যাদব। প্রথম বলেই আউট হয়ে যান উমরান মালিক। ৬ রান করেন মুকেশ কুমার।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩৬ রান দিয়ে ৩ উইকেট নেন গুডাকেশ মতি। ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন রোমারিও শেফার্ড। ৩৫ রান দিয়ে ২ উইকেট নেন আলজারি জোশেফ। ২৮ রান দিয়ে ১ উইকেট নেন জেডেন সিলস। ২৫ রান দিয়ে ১ উইকেট নেন ইয়ানিক কারিয়া।
রান তাড়া করতে নেমে ক্যারিবিয়ানদের ইনিংসের শুরুটা ভালো করেন ব্র্যান্ডন কিং (১৫) ও কাইল মেয়ার্স (৩৬)। ওপেনিং জুটিতে যোগ হয় ৫৩ রান। অ্যালিক অ্যাথানেজ করেন ৬ রান। শিমরন হেটমায়ার করেন ৯ রান। ৬৩ রানে অপরাজিত থাকেন হোপ। ৪৮ রান করে অপরাজিত থাকেন কেসি কার্টি। ভারতের হয়ে ৪২ রান দিয়ে ৩ উইকেট নেন শার্দুল। ৩০ রান দিয়ে ১ উইকেট নেন কুলদীপ।
আরও পড়ুন-
অ্যাশেজের পরেই ক্রিকেট থেকে অবসর, পঞ্চম টেস্ট চলাকালীন ঘোষণা স্টুয়ার্ট ব্রডের
অ্যাশেজের পঞ্চম ম্যাচের তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার চেয়ে ৩৭৭ রানে এগিয়ে ইংল্যান্ড