সংক্ষিপ্ত

এবারের অ্যাশেজ জেতার সম্ভাবনা নেই ইংল্যান্ডের। তবে সিরিজের পঞ্চম টেস্ট জিতে সমতা ফেরাতে পারে বেন স্টোকসের দল। কেনিংটন ওভালে সেই লক্ষ্যে এগিয়ে চলেছে ইংল্যান্ড।

এবারের অ্যাশেজের পঞ্চম ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোর পথে অনেকটা এগিয়ে গেল ইংল্যান্ড। লন্ডনের কেনিংটন ওভালে তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বেন স্টোকসের দলের স্কোর ৯ উইকেটে ৩৮৯। অস্ট্রেলিয়ার চেয়ে ৩৭৭ রানে এগিয়ে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৪০০-র কাছাকাছি রান তুলে জয় পাওয়া অস্ট্রেলিয়ার পক্ষে সহজ হবে না। এই ম্যাচের অবশ্য এখনও ২ দিন বাকি। তবে দ্বিতীয় ইনিংসে জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, মার্ক উড, ক্রিস ওকসদের সামলে অস্ট্রেলিয়ার পক্ষে জয় পাওয়া সহজ হবে না। ফলে তৃতীয় দিনের শেষে স্পষ্টতই সুবিধাজনক জায়গায় ইংল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে সর্বাধিক ৯১ রান করেন জো রুট। ৭৮ রান করেন উইকেটকিপার-ব্যাটার জনি বেয়ারস্টো। ওপেনার জাক ক্রলি করেন ৭৩ রান। অপর ওপেনার বেন ডাকেট করেন ৪২ রান। ৩ নম্বরে ব্যাটিং করতে নামা অধিনায়ক বেন স্টোকসও করেন ৪২ রান। হ্যারি ব্রুক করেন ৭ রান। মইন আলি করেন ২৯ রান। ওকস করেন ১ রান। উড করেন ৯ রান। ২ রানে অপরাজিত ব্রড। ৮ রান করে অপরাজিত অ্যান্ডারসন।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে ৯৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। ১১০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন টড মারফি। ৬৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন জশ হ্যাজেলউড। ৭৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স

চতুর্থ দিন ব্রড ও অ্যান্ডারসন যদি ইংল্যান্ডের লিড ৪০০ পার করে দিতে পারেন, তাহলে মানসিকভাবে চাপে পড়ে যাবে অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে কামিন্সদের জয়ের পথ আরও কঠিন হয়ে যাবে।

এই ম্যাচের প্রথম ইনিংসে ২৮৩ রান করে ইংল্যান্ড। সর্বাধিক ৮৫ রান করেন ব্রুক। ৪১ রান করেন ডাকেট। ৩৬ রান করেন ওকস। মইন করেন ৩৪ রান। উড করেন ২৮। ক্রলি করেন ২২ রান। এই ইনিংসেও অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেট নেন স্টার্ক। ২ উইকেট করে নেন হ্যাজেলউড ও মারফি। ১ উইকেট করে নেন ১ উইকেট করে নেন কামিন্স ও মিচেল মার্শ।

জবাবে অস্ট্রেলিয়া করে ২৯৫ রান। সর্বাধিক ৭১ রান করেন স্টিভ স্মিথ। ৪৭ রান করেন উসমান খাজা। ৩৬ রান করেন কামিন্স। ৩৪ রান করেন মারফি। ডেভিড ওয়ার্নার করেন ২৪ রান। ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন ওকস। ২ উইকেট করে নেন ব্রড, উড ও রুট। ১ উইকেট নেন অ্যান্ডারসন।

আরও পড়ুন-

ইনস্টাগ্রাম বায়োতে মুছে ফেললেন 'ক্রিকেটার', অবসরের ইঙ্গিত ভুবনেশ্বর কুমারের?

কুলদীপ-জাদেজার যুগলবন্দিতে ধ্বংস ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইন আপ, সহজ জয় ভারতের

বিশ্বকাপের আগেই ১০০ শতাংশ ফিট হতে চাইছে ঋষভ পন্থ