সৌরভ-সচিন জুটির মতোই হয়ে উঠতে পারেন শুবমান-যশস্বী, আশাবাদী রবিন উথাপ্পা

Published : Aug 13, 2023, 02:18 PM ISTUpdated : Aug 13, 2023, 02:27 PM IST
Shubman Gill-Yashasvi Jaiswal

সংক্ষিপ্ত

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন যশস্বী জয়সোয়াল। ক্রিকেটের ৩ ফর্ম্যাটেই ভারতীয় দলের তারকা হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছেন এই তরুণ।

ওডিআই ফর্ম্যাটে ভারতীয় দলের সর্বকালের অন্যতম সফল ওপেনিং জুটি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিন তেন্ডুলকর। পরবর্তীকালে বীরেন্দ্র সেহবাগ-গৌতম গম্ভীর জুটিও অসাধারণ সাফল্য পেয়েছে। এবার যশস্বী জয়সোয়াল-শুবমান গিল জুটি নিয়ে আশাবাদী প্রাক্তন তারকা রবিন উথাপ্পা। ভারত-ওয়েস্ট ইন্ডিজের টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে ওপেন করতে নেমে ১৬৫ রান যোগ করেন যশস্বী-শুবমান। এরপরেই এই জুটির প্রশংসা করেছেন উথাপ্পা। তিনি বলেছেন, ‘যারা ভারতের হয়ে খেলে তারা সবাই একইরকম যোগ্য। তাদের সবারই একইরকম দক্ষতা আছে। তবে যশস্বী জয়সোয়াল ও শুবমান গিল যেভাবে ব্যাটিং করে চলেছে, তাতে ওরা একে অপরের জন্য ব্যাটিং করতে পারে। ওদের সেই জায়গাটা খুঁজে নিতে হবে। ওরা যদি সেটা করতে পারে, তাহলে আগামী দিনে ভারতীয় দলের জন্য অত্যন্ত বিপজ্জনক জুটি হয়ে উঠতে চলেছে। এই জুটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠবে। সচিন তেন্ডুলকর-সৌরভ গঙ্গোপাধ্যায়ের ওপেনিং জুটির মতোই মহান হয়ে উঠতে পারে শুবমান-যশস্বীর জুটি।’

এখনও ওডিআই ফর্ম্যাটে সফলতম জুটি সৌরভ-সচিন। এই জুটি ১৭৬ ইনিংসে ৮,২২৭ রান করেছে। এর মধ্যে ওপেনিংয়ে যোগ হয়েছে ৬,৬০৯ রান। ওডিআই ফর্ম্যাটে দ্বিতীয় সফল জুটি শ্রীলঙ্কার প্রাক্তন তারকা মাহেলা জয়বর্ধনে-কুমার সাঙ্গাকারা। এই জুটি ৫,৯৯২ রান যোগ করেছে। ফলে সৌরভ-সচিন অনেকটাই এগিয়ে। 

শুবমান খুব বেশিদিন ভারতীয় দলের হয়ে খেলছেন না। যশস্বী সবে খেলা শুরু করেছেন। তবে তাঁদের ভবিষ্যৎ উজ্জ্বল বলেই মনে করেন উথাপ্পা। তিনি বলেছেন, ‘শুবমান-যশস্বীকে কয়েকটি বিষয়ে উন্নতি করতে হবে। সেটা করতে পারলেই ওরা ভারতীয় দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখাবে।’

 যশস্বী ও শুবমানের দাপটে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচে ৯ উইকেটে জয় পেয়েছে ভারত। ৫১ বলে ৮৪ রান করে অপরাজিত থাকেন যশস্বী। তাঁর ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। ৪৭ বলে ৭৭ রান করেন শুবমান। তাঁর ইনিংসে ছিল ৩টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি। দলকে জেতানোর পর যশস্বী বলেন, 'আমি দলের প্রয়োজন অনুযায়ী খেলার চেষ্টা করি। দলের পরিকল্পনা অনুযায়ী নিজেকে মেলে ধরতে চাই। আমি দ্রুত রান করতে চাই। পাওয়ার-প্লে-তে যত বেশি সম্ভব শট খেলতে চাই। আমাদের দলকে ভালো জায়গায় রাখতে চাই। উইকেট ও পরিবেশ-পরিস্থিতি দেখে সেই অনুযায়ী খেলতে চাই। কীভাবে শেষপর্যন্ত ক্রিজে টিকে থাকতে পারি, সেই পরিকল্পনা করি। আমি সবসময় রান করতে চাই। আইপিএল-এ ক্যারিবিয়ান বোলারদের বিরুদ্ধে অনেকবার খেলেছি। তার ফলে ওদের বোলিং সামাল দেওয়া সহজ হয়েছে।'

আরও পড়ুন-

সবসময় দলের কথা ভেবে খেলি, চতুর্থ টি-২০ ম্যাচে ভারতকে জিতিয়ে বললেন যশস্বী

যশস্বী জয়সোয়ালের অপরাজিত ৮৪, শুবমান গিলের ৭৭, চতুর্থ টি-২০ ম্যাচে ৯ উইকেটে জয় ভারতের

Rohit Sharma : লক্ষ্য ওডিআই বিশ্বকাপ, জিমে গা ঘামাচ্ছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা

PREV
click me!

Recommended Stories

India vs South Africa 3rd T20: তৃতীয় টি-২০ ম্যাচে বাদ পড়তে পারেন শুভমান? ফিরছেন স্যামসন
'বিদেশ সফরে গেলেই ক্রিকেটাররা নেশা করেন,' বিস্ফোরক রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা