বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভরাডুবির পর কী প্রস্তুতি নিয়েছে ভারত? ক্ষুব্ধ গাভাসকর

Published : Jul 10, 2023, 10:26 PM ISTUpdated : Jul 10, 2023, 10:33 PM IST
Madhuri Dixit, Sunil Gavaskar

সংক্ষিপ্ত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর কিছুদিন বিশ্রামে ছিলেন ভারতীয় ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজ সফরে মাঠে ফিরতে চলেছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। 

ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ শুরু হওয়ার ঠিক আগে কয়েকজন সিনিয়র ক্রিকেটারের পারফরম্যান্স ও প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুললেন কিংবদন্তি সুনীল গাভাসকর। তিনি ওয়ার্কলোড নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন। টি-২০ ফর্ম্যাটের যুগে ফিট ক্রিকেটাররা কীভাবে গুরুত্বপূর্ণ সময়ে দলকে ভরসা দিতে ব্যর্থ হচ্ছেন, সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন গাভাসকর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা বলেন, প্রস্তুতির অভাবের জন্যই হারতে হয়েছে। এ প্রসঙ্গে গাভাসকর বলেছেন, 'আমরা কী ধরনের প্রস্তুতির কথা বলছি? এখন ওরা ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের উদাহরণ আমাদের সামনে আছে। ভারতীয় দল কি কোনও ম্যাচ খেলছে? তাহলে ২০-২৫ দিন ঘরে কী বলা হচ্ছে? প্রস্তুতির কথা বললে সে ব্যাপারে আন্তরিক হতে হয়। ওয়েস্ট ইন্ডিজ সফরে ১৫ দিন আগে যেতে পারত। সেখানে ২টি প্রস্তুতি ম্যাচ খেলতে পারত। ভারতীয় দলের সেরা ক্রিকেটাররা বিশ্রাম নিতে পারত। কিন্তু যে ক্রিকেটাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না, তাদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারত দলে সুযোগ না পাওয়া ক্রিকেটাররা। কিন্তু ওরা দেখানোর সুযোগই পাচ্ছে না যে দলে সুযোগ পাওয়ার যোগ্য।'

গত ২ দশকে ভারতীয় ক্রিকেট দলের ফিটনেসের মান বাড়ানোর জন্য নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইয়ো-ইয়ো টেস্টের ব্যবস্থা করেছে বিসিসিআই। এর ফলে ভারতীয় দলের ফিটনেসের মান বেড়েছে। ক্রিকেট দুনিয়ায় ভারতীয় দলই সবচেয়ে ফিট। কিন্তু এক দশক ধরে আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, টি-২০ বিশ্বকাপ, ওডিআই বিশ্বকাপে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। ভারতীয় দল সবচেয়ে ফিট হওয়া সত্ত্বেও কেন বারবার ব্যর্থ হচ্ছে, সেই প্রশ্নও তুলেছেন গাভাসকর

কারও নাম না করেও ভারতীয় দলের সেরা ক্রিকেটারদের মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছেন গাভাসকর। তিনি বলেছেন, ‘আসল ঘটনা হল, ভারতীয় দলের প্রধান ক্রিকেটাররা অনেকদিন আগে বিদেশ সফরে যেতে নারাজ। কারণ ওরা জানে, যে পরিস্থিতিই হোক না কেন, ওরা ঠিকই দলে থাকবে। ভারতীয় দল যদি অনেকদিন আগে বিদেশ সফরে যায়, তাহলে এই ক্রিকেটাররা ওয়ার্কলোডের কথা বলবে। ওরা নিজেদের বিশ্বের সবচেয়ে ফিট দল বা আগের প্রজন্মের চেয়ে বেশি ফিট বলে দাবি করে। তাহলে ওরা কেন এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে বা চোট পায়? টি-২০ ম্যাচ খেললে কীভাবে ওয়ার্কলোডের কথা বলা যায়?’

আরও পড়ুন-

১২ বছর পর দলে টিকে মাত্র ২ জন, ডমিনিকা টেস্টের আগে স্মৃতি হাতড়াচ্ছেন বিরাট

শুভ জন্মদিন সুনীল গাভাসকর, ফিরে দেখা টেস্ট ম্যাচে কিংবদন্তির রেকর্ড

MS Dhoni: পোষ্য সারমেয়দের সঙ্গে কেক কাটলেন ধোনি, উচ্ছ্বসিত অনুরাগীরা

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে