প্রথম টি-২০ ম্যাচে হার নিয়ে ভারতীয় দলের সমালোচনা গড়াপেটায় অভিযুক্ত কামরান আকমলের

Published : Aug 06, 2023, 01:41 PM ISTUpdated : Aug 06, 2023, 01:49 PM IST
Kamran Akmal

সংক্ষিপ্ত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে হারের পর দেশ-বিদেশে সমালোচনার মুখে পড়েছে ভারতীয় দল। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাও ভারতীয় দলের সমালোচনা করছেন।

সিরিজ চলছে ভারত-ওয়েস্ট ইন্ডিজের। টেস্ট সিরিজ, ওডিআই সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। অল্পের জন্য প্রথম টি-২০ ম্যাচে জয় আসেনি। তাতেই ভারতীয় দলের সমালোচনায় মুখর হয়েছেন পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার কামরান আকমল। ক্রিকেটার হিসেবে যাঁর কোনওদিনই খুব একটা সুনাম নেই। ২০০৯-১০ মরসুমে অস্ট্রেলিয়া সফরে ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখেও পড়েন। এহেন একজন এখন আবার হার্দিক পান্ডিয়া, রাহুল দ্রাবিড়দের সমালোচনা করছেন। রবিবার দ্বিতীয় টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে পাকিস্তানের এই কালিমালিপ্ত প্রাক্তন ক্রিকেটারকে মুখের মতো জবাব দেওয়াই ভারতীয় দলের লক্ষ্য।

কামরানের দাবি, 'ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতীয় দল যখন ব্যাটিং করতে নামে, তখন ওদের অধিনায়ক, কোচ, ম্যানেজমেন্টকে দেখে অতিরিক্ত আত্মবিশ্বাসী বলে মনে হয়েছিল। ওদের ভাব এমন ছিল, এই টার্গেট কিছুই না। সহজেই জয় আসবে। জয়ের জন্য পরিকল্পনা করতে হয়। কিন্তু ভারতীয় দলের খেলায় আমি কোনও পরিকল্পনার ছাপ দেখতে পাইনি। আমি যেটুকু দেখেছি, ভারতীয় দল পরীক্ষা-নিরীক্ষা করছিল। কিন্তু পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি পরিকল্পনাও করতে হয়। খেলোয়াড়দের ভূমিকা কী হবে, সে ব্যাপারে পরিকল্পনা করতে হয়। কোনও ক্রিকেটার টানা খেলে চলেছে না অনেকদিন পর দলে ফিরেছে, সেটা নিয়ে ভাবতে হয় এবং সেই অনুযায়ী তাকে দায়িত্ব দিতে হয়। ভারতীয় দলের খেলায় সেসব কিছুই দেখতে পাইনি।'

নিজের ইউটিউব চ্যানেলে ভারতীয় দলের পরিকল্পনা নিয়ে সমালোচনা করে কামরান আরও বলেছেন, ‘সঞ্জু (স্যামসন) কি আইপিএল-এ ৬ নম্বরে ব্যাটিং করে? ও ৪ নম্বরে ব্যাটিং করতে নামে। ওকে সেই পজিশনেই ব্যাটিং করার সুযোগ দেওয়া হোক। যখন (বিরাট) কোহলি ও রোহিত (শর্মা) খেলছে না, তখন সঞ্জুর মতো ব্যাটারদের উপরের দিকে পাঠাতে হবে। ও শেষ ওডিআই ম্যাচে আক্রমণাত্মক ব্যাটিং করেছে বলে ফের সেটাই করতে পারবে ভেবে ৬ নম্বরে ব্যাটিং করতে পাঠানো হয়েছিল। কিন্তু ওর পক্ষে রোজ ৬ নম্বরে ব্যাটিং করতে নেমে সাফল্য পাওয়া সম্ভব নয়।’

টেস্টে কামরানের ব্যাটিংয়ের গড় ৩০.৭৯। ওডিআই ফর্ম্যাটে ব্যাটিংয়ের গড় ২৬.০৯। টি-২০ ফর্ম্যাটে গড় ২১। টেস্টে সর্বাধিক স্কোর অপরাজিত ১৫৮। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই সর্বাধিক স্কোর। এরকম একজন ক্রিকেটার হার্দিক, দ্রাবিড়ের সমালোচনা করায় ভারতীয় ক্রিকেট মহলের অনেকেই বিরক্ত। তবে সবাই চাইছেন, মুখে নয়, পারফরম্যান্সের মাধ্যমে জবাব দিক দল।

আরও পড়ুন-

ধোনি, বিরাট না রোহিত? আইপিএল থেকে বেতন বাবদ সবচেয়ে বেশি আয় কোন তারকার?

ভালোভাবেই এগোচ্ছে ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি, ইডেনের পরিকাঠামো দেখে খুশি আইসিসি

Harleen Deol : আগামী মাসে এশিয়ান গেমস, বিরাট কোহলির অনুকরণে জিমে কসরত হারলিন দেওলের

PREV
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬: আবু ধাবিতে এবার নিলামের আগে জারি নতুন নিয়ম, শুরু বিতর্ক
আইপিএল ২০২৬: কবে শুরু হবে খেলা? ফ্র্যাঞ্চাইজিগুলিকে সম্ভাব্য তারিখ জানিয়ে দিল বিসিসিআই