ভালোভাবেই এগোচ্ছে ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি, ইডেনের পরিকাঠামো দেখে খুশি আইসিসি

Published : Aug 06, 2023, 02:52 AM IST
IPL 2022 What will happen if the IPL playoffs matches is not played at Eden Gardens due to rain spb

সংক্ষিপ্ত

২০১১ সালের ওডিআই বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে ভারতের কোনও ম্যাচ হয়নি। পরিকাঠামোগত সমস্যার জন্য ইডেন থেকে সরে গিয়েছিল ভারত-ইংল্যান্ড ম্যাচ। এবার অবশ্য সেরকম কিছু হচ্ছে না।

শনিবার ইডেন গার্ডেন্স পরিদর্শনে এসেছিলেন আইসিসি-র প্রতিনিধিরা। আইসিসি-র ৭ সদস্যের প্রতিনিধি দল ইডেন গার্ডেন্স পরিদর্শনে আসে। আইসিসি প্রতিনিধি দলের সঙ্গে ইডেনে আসেন বিসিসিআই-এর ১১ জন প্রতিনিধি। তাঁরা স্টেডিয়ামের যাবতীয় খুঁটিনাটি এবং দর্শকদের জন্য সুযোগ-সুবিধা খতিয়ে দেখেন। এ প্রসঙ্গে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘বেশি কিছু দেখার প্রয়োজন হয়নি। ইডেনে বিশ্বকাপের জন্য যে কাজ চলছে, তাতে খুশি আইসিসি ও বিসিসিআই-এর প্রতিনিধিরা। আইপিএল-এর পর তাঁরা ক্লাব হাউস, কনফারেন্স রুম-সহ সব পরিকাঠামো নিয়ে সন্তুষ্ট। শৌচাগার নিয়ে কিছুটা খুঁতখুঁতে ভাব রয়েছে আইসিসি ও বিসিসিআই-এর প্রতিনিধিদের। তাঁরা আরও উন্নত শৌচাগারের ব্যবস্থা করতে বলছেন। তবে যে কাজ চলছে, তাতে তাঁরা খুশি। কমেন্ট্রি বক্স উন্নত করার ব্যাপারে আমরা আলোচনা চালাচ্ছি। এখনও বিষয়টি আলোচনার পর্যায়ে আছে। ওঁরা আমাদের ই-মেল করে রিপোর্ট জানিয়ে দেবেন। তারপর ১ সেপ্টেম্বর ফের ইডেন পরিদর্শনে আসবেন।’

১২ নভেম্বর ইডেন গার্ডেন্সে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ হওয়ার কথা। কিন্তু সেদিন আবার কালীপুজো। ফলে সেদিন নিরাপত্তা নিয়ে সমস্যা দেখা দিতে পারে। অন্য কোনও দলের ম্যাচ থাকলে হয়তো এতটা সমস্যা হত না। কিন্তু পাকিস্তান দলের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। ফলে ম্যাচের দিন বদল করা হবে কি না, সেটা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এ প্রসঙ্গে সিএবি সভাপতি বলেছেন, ‘আমরা সেপ্টেম্বরের আগেই কাজ শেষ করে ফেলব। কালীপুজোর সময় নিরাপত্তার ব্যবস্থা করা পুলিশের ব্যাপার। আমাদের এ ব্যাপারে কিছু করার নেই। পুলিশের সঙ্গে আমাদের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। পুলিশ কমিশনারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আমরা ম্যাচ আয়োজন করার ব্যাপারে আত্মবিশ্বাসী। আশা করি কলকাতা পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করবে।’

সিএবি সভাপতি আরও বলেছেন, ‘ইডেনের গ্যালারিতে দর্শক আসন ৬৫,৫০০। আইসিসি ও বিসিসিআই-এর প্রতিনিধি দল দ্বিতীয়বার পরিদর্শনে আসার আগেই সব কাজ শেষ হয়ে যাবে। আমাদের কাজ ভালোভাবেই চলছে। টিকিটের দামের ব্যাপারে এখনও কিছু বলা সম্ভব নয়। আমরা শৌচাগারের ব্যাপারে সতর্ক। ফুড কোর্টও তৈরি করা হচ্ছে। ক্লাব হাউস নতুন করে তৈরি করা হচ্ছে। আমরা নতুন করে ইলেকট্রনিক স্কোরবোর্ড তৈরি করছি। দর্শকদের সামলানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের অনেক জায়গা আছে। আমরা পাউচে করে পানীয় জল দেব। বিনামূল্যে পানীয় জল দেওয়া হবে কি না, সে ব্যাপারে এখনও কিছু জানি না।’

আরও পড়ুন-

রবিবার দ্বিতীয় টি-২০, ব্যাটিংয়ের ভুল শুধরে সিরিজে সমতা ফেরাতে মরিয়া ভারত

Harleen Deol : আগামী মাসে এশিয়ান গেমস, বিরাট কোহলির অনুকরণে জিমে কসরত হারলিন দেওলের

ওডিআই বিশ্বকাপের সূচি নিয়ে গোলযোগ, বিসিসিআই-এর সমালোচনায় ক্রিকেট সম্প্রচারকারীরা

PREV
click me!

Recommended Stories

IND vs SA T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গেলেন অক্ষর প্যাটেল, পরিবর্ত কে?
Messi in Delhi: ভারতীয় দলের জার্সি এবং টি-২০ ক্রিকেট বিশ্বকাপের টিকিট উপহার মেসিকে, দিল্লীতে মেসি ম্যাজিক