পরপর উইকেট হারানোর ফলেই রান তাড়া করা কঠিন হয়ে যায়, বললেন হার্দিক পান্ডিয়া

Published : Aug 04, 2023, 12:51 AM ISTUpdated : Aug 04, 2023, 12:58 AM IST
India vs West Indies

সংক্ষিপ্ত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৪ রানে হেরে গেল ভারতীয় দল। শেষপর্যন্ত লড়াই করেও এই ম্যাচ হেরে সিরিজে ০-১ পিছিয়ে পড়ল ভারতীয় দল।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে হারের ফলে কিছুটা হতাশ হলেও, এই হারকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ম্যাচ শেষ হওয়ার পর তিনি বলেছেন, ‘আমরা রান তাড়া করার সময় ঠিক পথেই ছিলাম। আমরা কিছু ভুল করি। তার ফলেই ম্যাচ খোয়াতে হল। তরুণ দল ভুল করবেই। আমরা এই ভুল থেকে শিক্ষা নেব। এই সিরিজে আরও ৪টি ম্যাচ আছে। টি-২০ ক্রিকেটে উইকেট হারালে রান তাড়া করা কঠিন হয়ে যায়। ২টি বড় শট ম্যাচের পরিস্থিতি বদলে দিতে পারে। আমরা যখন ২ উইকেট হারাই, তখন আমাদের বড় শট থমকে যায়। আমরা ৩ জন স্পিনারকে খেলানোর চেয়েও বেশি কিছু করতে চেয়েছিলাম। আমরা ২ জন রিস্ট স্পিনারকে সুযোগ দিতে চেয়েছিলাম। ব্যাটিংয়েও আমাদের দলের শক্তি বাড়ায় অক্ষর (প্যাটেল)। আমাদের মনে হয়েছিল, আমাদের দল নিয়ে সমস্যা ছিল না।' 

হার্দিক আরও বলেছেন, 'মুকেশ (কুমার) ওয়েস্ট ইন্ডিজে ২ সপ্তাহ কাটিয়েছে। ওর ৩ ফর্ম্যাটেই অভিষেক হল। এটা ওর পক্ষে ভালো ব্যাপার। ও পরপর ২ ওভার বল করল। ভালোই বোলিং করেছে। ও খুব ভালো ছেলে। ওর মন খুব ভালো। ও দলের জন্য অবদান রাখতে চায়। তিলককে (ভার্মা) দেখে ভালো লাগল। ২টি ছক্কা মেরে আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটা খারাপ নয়। ওরা (মুকেশতিলক) আত্মবিশ্বাসী এবং নির্ভয়ে ক্রিকেট খেলে। ওরা ভারতের হয়ে বিস্ময়কর ক্রিকেট খেলবে।’

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রভম্যান পাওয়েল বলেছেন, ‘জয় পেয়ে খুব ভালো লাগছে। আমরা ইতিবাচক ভঙ্গিতে সিরিজ শুরু করার কথা বলেছিলাম। ছেলেরা ঠিক সেটাই করল। এই ম্যাচে আমাদের জয় প্রাপ্য ছিল। ওদের কোনও ব্যাটারই উইকেটে জমে যেতে পারেনি। শেষ ওভারে জয়ের ব্যাপারে আমি আত্মবিশ্বাসী ছিলাম। ভারতীয়রা যেভাবে বোলিং করে, তাতে আমার মনে হয়েছিল, কম স্পিনার নিয়ে খেলছি। তবে আমাদের দলের যা শক্তি, সেটা নিয়েই খেললাম। এই উইকেটে ব্যাটিং করা কঠিন ছিল। তবে আমরা জানতাম, নতুন বলে আমরা রান পাব। এই উইকেটে ইনিংসের শুরুটা ভালো করতে পারলে রান পাওয়া যায়। মাঝের ওভারগুলিতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা স্পিনারদের বিরুদ্ধে কীভাবে ব্যাটিং করবে, তার উপরেই সিরিজের ফল নির্ভর করছে। আমাদের ইনিংসের শেষদিকে বড় শট খেলার ক্ষমতা আছে।’

আরও পড়ুন-

রুদ্ধশ্বাস ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪ রানে হার, টি-২০ সিরিজে পিছিয়ে পড়ল ভারত

Brian Lara : ব্রায়ান লারার সঙ্গে দেখা, উচ্ছ্বসিত শুবমান গিল-ঈশান কিষান

রঞ্জি ট্রফি খেতাব অধরাই, নতুন মরসুম শুরুর আগে অবসর ঘোষণা মনোজ তিওয়ারির

PREV
click me!

Recommended Stories

সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৫: টি-২০ বিশ্বকাপের আগে হ্যাটট্রিক, নজর কাড়লেন নীতীশ রেড্ডি
আইপিএল ২০২৬: পদপিষ্টের ঘটনার পরেও চিন্নাস্বামীতে হোম ম্যাচ খেলতে পারবে আরসিবি?