মঙ্গলবার তৃতীয় ওডিআই, দ্বিতীয় ম্যাচের ভুল শুধরে সিরিজ জিততে মরিয়া ভারত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতার পর এবার ওডিআই সিরিজও জিততে মরিয়া ভারতীয় দল। দ্বিতীয় ওডিআই ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার তৃতীয় ম্যাচ।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে ডুবেছে ভারতীয় দল। সহজেই ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে ক্যারিবিয়ানরা। এই ম্যাচে দলে ফিরছেন অধিনায়ক রোহিত শর্মা ও অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি। বাদ পড়তে পারেন দ্বিতীয় ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাতে না পারা সঞ্জু স্যামসন ও অক্ষর প্যাটেল। অবশ্য সূর্যকুমার যাদবও ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। তবে তৃতীয় ওডিআই-তে তিনি ফের সুযোগ পেতে পারেন। ২০০৬ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজ হারেনি ভারতীয় দল। সেই রেকর্ড বজায় রাখতে মরিয়া বিরাট, রোহিতরা। তবে জিততে হলে ব্যাটারদের দায়িত্ব নিতে হবে। তরুণ উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান ছাড়া অন্য কোনও ব্যাটার ওডিআই সিরিজে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। ফলে মঙ্গলবার ভারতের ব্যাটারদের পরীক্ষা।

মঙ্গলবার ভারতের ওপেনিং জুটি কী হবে, সেটা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। দ্বিতীয় ওডিআই ম্যাচে ঈশান ও শুবমান গিলের জুটি ভারতের ইনিংসের শুরুটা ভালোভাবেই করেছিল। কিন্তু রোহিত দলে ফিরলে হয়তো ঈশানের সঙ্গে ওপেন করবেন। সেক্ষেত্রে ৩ নম্বরে ব্যাটিং করতে পারেন শুবমান। কিন্তু টেস্ট সিরিজ থেকেই দেখা যাচ্ছে, ওপেনিং ছাড়া অন্য পজিশনে সফল হতে পারছেন না শুবমান। ফলে এই সমস্যা নিয়ে ভাবতে হচ্ছে ভারতের টিম ম্যানেজমেন্টকে। সূর্যকুমারের ফর্মও চিন্তার কারণ। ওডিআই ফর্ম্যাটে টানা ১৭টি ম্যাচে অর্ধশতরান করতে পারেননি এই তারকা। এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপের আগে সূর্যকুমারের ফর্মে ফেরা জরুরি। অফফর্ম বজায় থাকলে এবং কে এল রাহুল, শ্রেয়াস আইয়ার ফিট হয়ে দলে ফিরলে বাদ পড়তে পারেন সূর্যকুমার।

Latest Videos

ভারতীয় দলের ব্যাটিং বিভাগ নিয়ে চিন্তা থাকলেও, বোলিং বিভাগ নিয়ে ততটা উদ্বেগ নেই। প্রথম ওডিআই ম্যাচে অসাধারণ বোলিং করেন কুলদীপ যাদব। রবীন্দ্র জাদেজাও ভালো বোলিং করেন। দ্বিতীয় ওডিআই ম্যাচে ভালো বোলিং করেন শার্দুল ঠাকুর। বাংলার পেসার মুকেশ কুমারও ভালো বোলিং করছেন। মঙ্গলবার সিরিজ নির্ণায়ক ম্যাচেও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি কুলদীপ-শার্দুলরা।

ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় অবশ্য দ্বিতীয় ওডিআই ম্যাচে হারকে গুরুত্ব দিচ্ছেন না। তাঁর দাবি, বৃহত্তর চিত্রের দিকে লক্ষ্য রেখেই এগোচ্ছে দল। রোহিত অবশ্য প্রথম ওডিআই ম্যাচের আগে বলেছিলেন, তাঁরা পরীক্ষা-নিরীক্ষা করলেও, ম্যাচের ফলের সঙ্গে আপস করতে নারাজ। কিন্তু এখন অন্য কথাই শোনা যাচ্ছে।

আরও পড়ুন-

উড়ানে ঘুমন্ত ধোনির ছবি তুলে বিপাকে বিমানসেবিকা, বরখাস্তের দাবি সোশ্যাল মিডিয়ায়

একদিন এগিয়ে আনা হল ওডিআই বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ, হতে পারে আরও কিছু বদল

বিরাট কোহলিকে আলিঙ্গন, আবেগে কান্না ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার জশুয়া ডা সিলভার মায়ের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘২৬ এর নির্বাচনই তৃণমূলের শেষ নির্বাচন!’ Samik-এর সাবধানবাণী Mamata-কে, দেখুন | By Election Results
চলন্ত বাসে দুঃসাহসিক ছিন্তাই! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় | South 24 Parganas News Today
ইয়ার্কি হচ্ছে! এতদিন ধরে বালু পাচার হচ্ছে আর উনি জানেন না! Mamata-কে তুলোধোনা Sukanta-র
ফের ভয়াবহ অগ্নিকান্ড (Kolkata Fire) কলকাতায়, পুড়ে ছাই গড়িয়া ষ্টেশন সংলগ্ন ৬টি দোকান
উপনির্বাচনে হার! কি বললেন শুভেন্দু! দেখুন #shorts #suvenduadhikari