ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের শুরুতেই দাপট রোহিত-যশস্বীর, ভালো জায়গায় ভারত

ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ইনিংসে জয় পেয়েছে ভারতীয় দল। ম্যাচ ৫ দিনে গড়ায়নি। পোর্ট অফ স্পেনে দ্বিতীয় টেস্ট ম্যাচও ৫ দিনের আগেই শেষ হয়ে যেতে পারে।

ডমিনিকার উইন্ডসর পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে শতরান করেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল। বৃহস্পতিবার ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালেও দুর্দান্ত ব্যাটিং করলেন এই ২ ব্যাটার। ৫৭ রান করলেন যশস্বী। তাঁর ৭৪ বলের ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। ৮০ রান করেন রোহিত। তিনি নিশ্চিত শতরানের দিকে এগোচ্ছিলেন। কিন্তু পরপর ২ ম্যাচে শতরান হাতছাড়া করলেন। রোহিতের ১৪৩ বলের ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। এদিন টেস্ট ম্যাচে ওপেনার হিসেবে ২,০০০ রান পূর্ণ করলেন ভারতের অধিনায়ক। 

এটি ভারত-ওয়েস্ট ইন্ডিজের ১০০-তম টেস্ট ম্যাচ। সেই উপলক্ষে ম্যাচ শুরু হওয়ার আগে রোহিতকে বিশেষ স্মারক উপহার দেওয়া হয়। চোটের জন্য এই ম্যাচে খেলতে পারলেন না শার্দুল ঠাকুর। তাঁর পরিবর্তে টেস্টে অভিষেক হল বাংলার পেসার মুকেশ কুমারের। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট। ভারতের ইনিংসের শুরুটা দুর্দান্তভাবে করেন রোহিত ও যশস্বী। ওপেনিং জুটিতে যোগ হয় ১৩৯ রান। তবে যশস্বী আউট হয়ে যাওয়ার পরেই অল্প রানের ব্যবধানে ৩ উইকেট হারায় ভারতীয় দল। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে মানিয়ে নিতে পারছেন না শুবমান গিল। প্রথম টেস্টে বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি এই তরুণ। বৃহস্পতিবার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তিনি করলেন ১০ রান। 

Latest Videos

এই ম্যাচে ভারতীয় দলে আছেন- যশস্বী জয়সোয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঈশান কিষান, রবিচন্দ্রন অশ্বিন, জয়দেব উনাদকাট, মুকেশ কুমার ও মহম্মদ সিরাজ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলছেন- ক্রেগ ব্রেথওয়েট (অধিনায়ক), ত্যাগনারায়ণ চন্দ্রপল, কার্ক ম্যাকেঞ্জি, জারমেইন ব্ল্যাকউড, অ্যালিক অ্যাথানেজ, জশুয়া ডা সিলভা, জেসন হোল্ডার, আলজারি জোশেফ, কেমার রোচ, জমেল ওয়্যারিক্যান ও শ্যানন গ্যাব্রিয়েল।

ভারতীয় দলের হয়ে যেমন অভিষেক হল মুকেশের, তেমনই ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক হল ২০ বছরের ব্যাটার ম্যাকেঞ্জির। এই তরুণ ব্যাটারের প্রশংসা করেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। তাঁর আশা, ভালো পারফরম্যান্স দেখাবেন ম্যাকেঞ্জি।

পোর্ট অফ স্পেনে টেস্ট ম্যাচে ২১ বছর ধরে অপরাজিত ভারতীয় দল। এবার জয়ের লক্ষ্যে খেলার কথা বলেছেন ব্রেথওয়েট। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের যা শক্তি, তাতে ভারতকে হারানো অত্যন্ত কঠিন।

আরও পড়ুন-

ওডিআই বিশ্বকাপের প্রচারে শাহরুখ খান, আইসিসি-র ট্যুইটে উচ্ছ্বাস ক্রিকেটপ্রেমীদের

ওডিআই বিশ্বকাপের পরেই ভারতীয় দলের কোচের পদ থেকে সরে যেতে পারেন রাহুল দ্রাবিড়

জন্মদিনে হাঁটু গেড়ে বসে কেক কাটলেন ঈশান কিষান, শুভেচ্ছা ভরিয়ে দিলেন সতীর্থরা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury