Asian Games 2023: বৃষ্টি ধোয়া ম্যাচে সোনার রং, ক্রিকেটে এল সোনার পদক

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হয়েছে। কিন্তু নিয়মের জেরে আফগানিস্তানের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে বিজয়ী ঘোষিত হয়েছে ভারতীয় পুরুষ ক্রিকেট দল। ফলে আরও একটি সোনার পদক যোগ হল পদক তালিকায়। মেয়েদের পর ছেলেরাও ক্রিকেটে সোনার পদক জিতলেন।

Rajat Karmakar | Published : Oct 7, 2023 9:25 AM IST

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হয়েছে। কিন্তু নিয়মের জেরে আফগানিস্তানের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে বিজয়ী ঘোষিত হয়েছে ভারতীয় পুরুষ ক্রিকেট দল। ফলে আরও একটি সোনার পদক যোগ হল পদক তালিকায়। মেয়েদের পর ছেলেরাও ক্রিকেটে সোনার পদক জিতলেন।

কঠিন পিচে ভারতীয় বোলিং সামলাতে সমস্যায় পড়ছিলেন আফগান ব্যাটাররা। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। সকালে বৃষ্টির কারণে ম্যাচ শুরু করতে প্রায় ঘণ্টাখানেক দেরিও হয়। কিন্তু এটা বোঝা যায়নি বৃষ্টির কারণে গোটা ম্যাচই ভেস্তে যাবে। ১৮.২ ওভার খেলা হওয়ার পর ৫ উইকেট হারিয়ে ১১২ রান তোলে আফগানিস্তান। তার পরই বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ করতে হয়। বৃষ্টির তোড় এতটাই বেশি ছিল যে ম্যাঠের অবস্থা দেখে আর খেলা শুরু করার কথা ভাবেননি দুই আম্পায়ার এবং ম্যাচ অফিশিয়ালরা।

এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী দুই দলের মধ্যে যে দল র‌্যাঙ্কিংয়ে উপরে থাকবে সেই দল বিজয়ী ঘোষিত হবে। সেই নিয়মের জেরেই ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় ফাইনালে।

অন্য দিকে ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে ফাইন জিতলেন চিরাগ শেঠি এবং স্বস্তিক সাইরাজ রাঙ্কিরেড্ডি। ফাইনালে কোরিয়ার প্রতিপক্ষকে পর পর দুই সেটে হারিয়ে ম্যাচ জিতে নেন দুই শাটলার। এই সোনা জয়ের ফলে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল ১০২। শনিবার সকাল থেকে এই নিয়ে চতুর্থ সোনা এ ভারতের ঝুলিতে।

Read more Articles on
Share this article
click me!