ভারত বনাম অস্ট্রেলিয়া: ওডিআই ফর্ম্যাটে দ্রুততম শতরান, বিরাটকে ছাপিয়ে গেলেন স্মৃতি

Published : Sep 20, 2025, 08:15 PM ISTUpdated : Sep 20, 2025, 08:50 PM IST
Smriti Mandhana

সংক্ষিপ্ত

India Women vs Australia Women: কয়েকদিন পরেই শুরু হচ্ছে মহিলাদের বিশ্বকাপ (ICC Women's World Cup 2025)। তার আগে অসাধারণ ফর্মে ভারতীয় দলের তারকা ব্যাটার স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নতুন রেকর্ড গড়লেন স্মৃতি।

DID YOU KNOW ?
স্মৃতি মন্ধানার রেকর্ড
ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেটারদের মধ্যে ওডিআই ফর্ম্যাটে দ্রুততম শতরান স্মৃতি মন্ধানার।

Smriti Mandhana Record: বিরাট কোহলির (Virat Kohli) রেকর্ড ভেঙে ওডিআই ফর্ম্যাটে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম শতরান করলেন স্মৃতি মন্ধানা। শনিবার দিল্লির (Delhi) অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) অস্ট্রেলিয়ার (India Women vs Australia Women) বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে ৪১৩ রানের টার্গেট তাড়া করতে নেমে অসাধারণ শতরান করলেন স্মৃতি। তিনি ৫০ বলে শতরান পূর্ণ করেন। ২০১২-১৩ মরসুমে জয়পুরে (Jaipur) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫২ বলে শতরান করেন বিরাট। সেটাই এতদিন ভারতীয় ক্রিকেটে পুরুষ বা মহিলাদের ওডিআই ফর্ম্যাটে দ্রুততম শতরানের রেকর্ড ছিল। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন স্মৃতি। তিনি এদিন ৬৩ বলে ১২৫ রান করেন। এই ইনিংসে ছিল ১৭টি বাউন্ডারি ও পাঁচটি ওভার-বাউন্ডারি।

নিজের রেকর্ডও ভেঙে দিলেন স্মৃতি

পুরুষ ও মহিলা ক্রিকেট মিলিয়ে ভারতীয়দের মধ্যে ওডিআই ফর্ম্যাটে দ্রুততম শতরানের রেকর্ড গড়া ছাড়াও ভারতের মহিলা দলের হয়ে দ্রুততম শতরান গড়ার ক্ষেত্রে নিজের রেকর্ডই ভেঙে দিয়েছেন স্মৃতি। তিনি এর আগে রাজকোটে (Rajkot) আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে ওডিআই ম্যাচে ৭০ বলে শতরান করেন স্মৃতি। তিনি নিজের সেই রেকর্ডও ভেঙে দিলেন।

মেগ ল্যানিংয়ের পিছনে স্মৃতি

মহিলাদের ওডিআই ফর্ম্যাটে দ্রুততম শতরানের রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার মেগ ল্যানিং (Meg Lanning)। তিনি ২০১২-১৩ মরসুমে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে ৪৫ বলে শতরান করেছিলেন। শনিবার অল্পের জন্য সেই রেকর্ড ভাঙতে পারলেন না স্মৃতি। তবে তিনি যেভাবে ব্যাটিং করেছেন, তা দেখে ক্রিকেট দুনিয়া মুগ্ধ। মহিলাদের বিশ্বকাপে (ICC Women's World Cup 2025) স্মৃতির ফর্ম অব্যাহত থাকলে ভারতীয় দল অনেকদূর যেতে পারে। তবে বিশ্বকাপে সাফল্য পেতে হলে ভারতের বোলারদের ভালো পারফরম্যান্স দেখাতে হবে। শনিবার ৪১২ রান করে অস্ট্রেলিয়া। বিপক্ষ দলকে এত রান করতে দিলে ভারতীয় দলের পক্ষে জয় পাওয়া সহজ হবে না। ফলে বোলিংয়ের উপর জোর দিতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৫০
৫০ বলে শতরান করলেন স্মৃতি মন্ধানা
শনিবার দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই ম্যাচে ৫০ বলে শতরান করলেন স্মৃতি মন্ধানা।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম