Smriti Mandhana: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে, শতরান করলেন তিনি। তাও মাত্র ৭৭ বলে সেঞ্চুরি করেছেন এই ভারতীয় ওপেনার। তাঁর সংগ্রহে ৯১ বলে ১১৪ রান। স্মৃতির ইনিংসে রয়েছে ১৪টি চার এবং ৪টি ছয়।

Smriti Mandhana: ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন স্মৃতি মান্ধানা (smriti mandhana record)। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করে নয়া বিশ্বরেকর্ড গড়লেন ভারতের এই তারকা প্রমীলা ব্যাটার।তবে শুধু বিশ্বরেকর্ড নয়, সঙ্গে একাধিক নজির তৈরি করলেন স্মৃতি মন্ধানা (smriti mandhana vs australia)। 

স্মৃতির ঝুলিতে নয়া রেকর্ড

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে, শতরান করলেন তিনি। তাও মাত্র ৭৭ বলে সেঞ্চুরি করেছেন এই ভারতীয় ওপেনার। তাঁর সংগ্রহে ৯১ বলে ১১৪ রান। স্মৃতির ইনিংসে রয়েছে ১৪টি চার এবং ৪টি ছয়।

Scroll to load tweet…

প্রসঙ্গত, ওপেনার হিসেবে একদিনের ক্রিকেটে ১২টি করে শতরান রয়েছে নিউজ়‌িল্যান্ডের ব্যাটার সুজ়‌ি বেটস এবং ইংল্যান্ডের ব্যাটার ট্যামি বিউমন্টের। তবে বুধবার সেই তালিকায় ঢুকে পড়েছেন ভারতের স্মৃতি মান্ধানাও। এবার তাঁর ঝুলিতেও ১২টি শতরান। অর্থাৎ, আর একটি মাত্র শতরান করলেই এককভাবে বিশ্বরেকর্ড তাঁর দখলে।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৭০ বলে শতরান

উল্লেখ্য, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম শতরান করার নজির স্মৃতির দখলে। এদিন পাঞ্জাবের মুল্লানপুরে মহারাজা যাদবেন্দ্র সিং স্টেডিয়ামে, ৭৭ বলে শতরান করেছেন স্মৃতি। চলতি বছরের জানুয়ারি মাসে, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৭০ বলে শতরান করেন তিনি। 

অন্যদিকে, একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি শতরান রয়েছে অস্ট্রেলিয়ার মেগ ল্যানিংয়ের দখলে। মোট ১৫টি। এবার তাঁকেও টপকে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্মৃতির কাছে। সেইসঙ্গে, একটি ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি রান করার নজিরও গড়ে ফেলেছেন এই তারকা। 

চলতি বছর, মোট ১৩টি ম্যাচ খেলে ৮০৩ রান করেছেন স্মৃতি। তার মধ্যে আবার রয়েছে তিনটি সেঞ্চুরি এবং চারটি হাফ সেঞ্চুরি। এমনকি, তিনি ভেঙে দিয়েছেন দীপ্তি শর্মার রেকর্ডও। গত ২০১৭ সালে, মোট ২০টি ম্যাচে ৭৮৭ রান করেন দীপ্তি। আবার সেই বছরই মিতালি রাজ ১৯টি ম্যাচ খেলে ৭৮৩ রান করেছিলেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।