India Women Vs Australia Women: ওয়াংখেড়েতে বল হাতে হরমনপ্রীতের কামাল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুবিধাজনক জায়গায় ভারত

Published : Dec 23, 2023, 08:38 PM ISTUpdated : Dec 23, 2023, 09:33 PM IST
India Women vs Australia Women

সংক্ষিপ্ত

ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কউর গত কয়েক বছর ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন হরমনপ্রীত।

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহিলাদের টেস্ট ম্যাচে জয়ের পথে ভারতীয় দল। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেটে ২৩৩। এলিসি পেরিদের লিড মাত্র ৪৬ রানের। ফলে সুবিধাজনক জায়গায় ভারতীয় দল। চতুর্থ দিন দ্রুত অস্ট্রেলিয়াকে অলআউট করে দিয়ে জয়ের লক্ষ্যে ভারতীয় দল। শনিবার বল হাতে অসাধারণ পারফরম্যান্স দেখালেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউর। ৯ ওভার বোলিং করে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন ভারতের অধিনায়ক। তাঁর শিকার হন তাহিলা ম্যাকগ্র্যাথ ও অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। এই ২টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ভারতীয় দলকে ভালো জায়গায় পৌঁছে দিলেন হরমনপ্রীত।

চতুর্থ দিনেই জয় পাবে ভারত?

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালোই করেন ওপেনার বেথ মুনি (৩৩) ও ফোব লিচফিল্ড (১৮)। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৪৫ রান করেন এলিসি। তাহিলা করেন ৭৩ রান। অ্যালিসা করেন ৩২ রান। দিনের শেষে ১২ রান করে অপরাজিত অ্যানাবেল সাদারল্যান্ড। ৭ রান করে অপরাজিত অ্যাশলে গার্ডনার। ভারতের হয়ে হরমনপ্রীতের জোড়া উইকেটের পাশাপাশি ৫৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন স্নেহ রানা। রবিবার চতুর্থ দিনের প্রথম সেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অস্ট্রেলিয়ার ইনিংসের বাকি ৫ উইকেট নিয়ে জয় পাওয়াই ভারতের লক্ষ্য।

প্রথম ইনিংসে ভারতের ভালো ব্যাটিং

এই ম্যাচের প্রথম ইনিংসে ৪০৬ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। সর্বাধিক ৭৮ রান করেন দীপ্তি শর্মা। ওপেনার স্মৃতি মন্ধানা করেন ৭৪ রান। জেমাইমা রডরিগেজ করেন ৭৩ রান। রিচা ঘোষ করেন ৫২ রান। পূজা বস্ত্রকর করেন ৪৭ রান। শেফালি ভার্মা করেন ৪০ রান। অস্ট্রেলিয়ার হয়ে ১০০ রান দিয়ে ৪ উইকেট নেন গার্ডনার। ৪১ রান দিয়ে ২ উইকেট নেন সাদারল্যান্ড। ৫৮ রান দিয়ে ২ উইকেট নেন কিম গারথ। ৪২ রান দিয়ে ১ উইকেট নেন জেস জোনাসেন। এর আগে প্রথম ইনিংসে ২১৯ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ৫০ রান করেন তাহিলা। ভারতের হয়ে ৫৩ রান দিয়ে ৪ উইকেট নেন পূজা। ৫৬ রান দিয়ে ৩ উইকেট নেন স্নেহ। ৪৫ রান দিয়ে ২ উইকেট নেন দীপ্তি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Virat Kohli-Gautam Gambhir: 'বিরাটের সঙ্গে লড়াই শুধু মাঠে,' বার্তা গম্ভীরের

Hardik Pandya: গোড়ালির চোটের জন্য আইপিএল-এ অনিশ্চিত হার্দিক পান্ডিয়া

India Vs South Africa: সরকারিভাবে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রুতুরাজ, পরিবর্ত অভিমন্যু

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম