সংক্ষিপ্ত

অত্যন্ত আকর্ষণীয় জায়গায় পৌঁছে গিয়েছে হেডিংলি টেস্ট ম্যাচ। তৃতীয় দিন বৃষ্টির জন্য অল্প সময়ই খেলা হল। কিন্তু তারই মধ্যে দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে গেল অস্ট্রেলিয়া।

হেডিংলি টেস্ট ম্যাচ জিতে এবারের অ্যাশেজে ব্যবধান কমাতে চতুর্থ দিন ইংল্যান্ডের দরকার ২২৪ রান। বেন স্টোকসের দলের হাতে আছে ১০ উইকেট। তৃতীয় দিনই হয়তো ম্যাচ শেষ হয়ে যেত। কিন্তু এদিন বৃষ্টির জন্য বেশিরভাগ সময়ই খেলা সম্ভব হয়নি। দিনের প্রথম সেশনের খেলা বৃষ্টির জন্য পুরোপুরি ভেস্তে যায়। এরপর যেটুকু সময় খেলা হয়, তার মধ্যেই দ্বিতীয় ইনিংসে ২২৪ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের রান বিনা উইকেটে ২৭। ১৮ রানে অপরাজিত বেন ডাকেট। ৯ রানে অপরাজিত জাক ক্রলি। চতুর্থ দিন প্রথম সেশনে ভালো ব্যাটিং করতে পারলে জয়ের দিকে এগিয়ে যাবে ইংল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক ৭৭ রান করেন ট্রেভিস হেড। ৪৩ রান করেন ওপেনার উসমান খাজা। ৩৩ রান করেন মার্নাস লাবুশেন। ১৬ রান করেন মিচেল মার্শ। ১৬ রান করেন মিচেল স্টার্ক। ১১ রান করেন টড মারফি। ১ রান করেন ডেভিড ওয়ার্নার। ২ রান করেন স্টিভ স্মিথ। ৫ রান করেন অ্যালেক্স কেরি। ইংল্যান্ডের হয়ে ৪৫ রান দিয়ে ৩ উইকেট নেন স্টুয়ার্ট ব্রড। ৬৮ রান দিয়ে ৩ উইকেট নেন ক্রিস ওকস। ৬৬ রান দিয়ে ২ উইকেট নেন মার্ক উড। ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন মইন আলি।

এর আগে প্রথম ইনিংসে ২৩৭ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। সর্বাধিক ৮০ রান করেন অধিনায়ক স্টোকস। ইংল্যান্ডের আর কোনও ব্যাটার বড় স্কোর করতে পারেননি। ৩৩ রান করেন ওপেনার ক্রলি। ১৯ রান করেন জো রুট। ২৪ রান করেন উড। ১২ রান করেন জনি বেয়ারস্টো। ১০ রান করেন ওকস। অস্ট্রেলিয়ার হয়ে ৯১ রান দিয়ে ৬ উইকেট নেন অধিনায়ক প্যাট কামিন্স। ৫৯ রান দিয়ে ২ উইকেট নেন স্টার্ক। ১ উইকেট করে নেন মার্শ ও মারফি।

প্রথম ইনিংসে ২৬৩ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। সর্বাধিক ১১৮ রান করেন মার্শ। ৩৯ রান করেন হেড। ২২ রান করেন স্মিথ। ২১ রান করেন লাবুশেন। ১৩ রান করেন খাজা। ১৩ রান করেন মারফি। ইংল্যান্ডের হয়ে ৩৪ রান দিয়ে ৫ উইকেট নেন উড। ৭৩ রান দিয়ে ৩ উইকেট নেন ওকস। ৫৮ রান দিয়ে ২ উইকেট নেন ব্রড।

আরও পড়ুন-

তামিম ইকবালকে নিয়ে ডামাডোলের মধ্যেই আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ হারল বাংলাদেশ

৩ বল করতে লাগল ৪ মিনিট ৪৩ সেকেন্ড! দলীপ ট্রফি সেমি-ফাইনালে বিতর্কে উত্তরাঞ্চল

MS Dhoni: পোষ্য সারমেয়দের সঙ্গে কেক কাটলেন ধোনি, উচ্ছ্বসিত অনুরাগীরা