তামিম ইকবালকে নিয়ে টানাপোড়েনের প্রভাব পড়ল বাংলাদেশের পারফরম্যান্সে। ১ ম্যাচ বাকি থাকতেই আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজ হেরে গেল বাংলাদেশ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত প্রত্যাাহার করে নিলেও, শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে খেললেন না তামিম ইকবাল। তাঁকে নিয়ে বৃহস্পতিবার থেকে যে ডামাডাল শুরু হয় বাংলাদেশের ক্রিকেটে, তার প্রভাব পড়ল দলের পারফরম্যান্সে। আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে সিরিজ খোয়াল বাংলাদেশ। প্রথম ম্যাচে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ১৭ রানে জয় পেয়েছিল আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে ১৪২ রানে জয় পেল আফগানরা। ফলে ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ দখল করল আফগানিস্তান। তৃতীয় ম্যাচ জিততে পারলে সম্মান কিছুটা পুনরুদ্ধার করতে পারবে বাংলাদেশ। দেশের মাটিতে আফগানিস্তানের কাছে ০-৩ ফলে হারলে তামিম, মুশফিকুর রহিম, লিটন দাসরা বড় লজ্জার মুখে পড়বেন।
শনিবার আফগানিস্তানের জয়ে সবচেয়ে বড় অবদান থাকল ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জর্দানের। ১২৫ বলে ১৪৫ রানের দুর্ঘর্ষ ইনিংস খেলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল-এ খেলা গুরবাজ। তাঁর ইনিংসে ছিল ১৩টি বাউন্ডারি ও ৮টি ওভার-বাউন্ডারি। জর্দান করেন ১০০ রান। তাঁর ১১৯ বলের ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। আফগানিস্তানের অন্য কোনও ব্যাটার বড় স্কোর করতে পারেননি। ১৫ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন মহম্মদ নবি। ওপেনিং জুটিতে যোগ হয় ২৫৬ রান। ৯ উইকেটে ৩৩১ রান করে আফগানিস্তান। বাংলাদেশের হয়ে ২ উইকেট করে নেন মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শাকিব আল-হাসান ও মেহিদি হাসান-মিরাজ। ১ উইকেট নেন ইবাদত হোসেন।
রান তাড়া করতে নেমে ৪৩.২ ওভারে ১৮৯ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। লড়াই করেন একমাত্র মুশফিকুর রহিম। বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার ৮৫ বলে ৬৯ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি। ২৫ রান করেন শাকিব। মেহিদিও ২৫ রান করেন। ১৩ রান করেন এই ম্যাচে বাংলাদেশের অধিনায়ক লিটন। ১৬ রান করেন তাওহিদ হৃদয়। আফগানিস্তানের হয়ে ২২ রান দিয়ে ৩ উইকেট নেন ফজলহক ফারুকি। ৪০ রান দিয়ে ৩ উইকেট নেন মুজিব উর রহমান। ২৮ রান দিয়ে ২ উইকেট নেন রশিদ খান। ২৯ রান দিয়ে ১ উইকেট নেন নবি।
এই প্রথম বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজ জিতল আফগানিস্তান। মঙ্গলবার সিরিজের শেষ ম্যাচ। এরপর বাংলাদেশ ও আফগানিস্তান ২টি টি-২০ ম্যাচ খেলবে। টি-২০ সিরিজ হবে সিলেটে।
আরও পড়ুন-
৩ বল করতে লাগল ৪ মিনিট ৪৩ সেকেন্ড! দলীপ ট্রফি সেমি-ফাইনালে বিতর্কে উত্তরাঞ্চল
MS Dhoni: পোষ্য সারমেয়দের সঙ্গে কেক কাটলেন ধোনি, উচ্ছ্বসিত অনুরাগীরা
ওডিআই বিশ্বকাপে দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার জন্য কমিটি গঠন পাক প্রধানমন্ত্রীর