পুরুষ হোক বা মহিলা, ক্রিকেটে যে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভারত, সেটা ফের প্রমাণিত হয়ে গেল। বাংলাদেশের মাটিতে দাপট দেখাচ্ছেন হরমনপ্রীত কউর, স্মৃতি মন্ধানারা।
বাংলাদেশের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছিল ভারতীয় দল। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে অবশ্য যথেষ্ট লড়াই করেই জিততে হল হরমনপ্রীত কউর, দীপ্তি শর্মাদের। ভারতীয় দলের ব্যাটিং একেবারেই ভালো হয়নি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৯৫ রান করে ভারত। ফলে জয়ের আশায় ছিল বাংলাদেশ। ১৪.২ ওভারে ৬৪ রানের মাথায় বাংলাদেশের পঞ্চম উইকেট পড়ে। তখনও ভারতের জয়ের আশা ছিল না। কিন্তু ৮৬ রানে ষষ্ঠ উইকেট পড়ার পর ৮৭ রানে অলআউট গেল বাংলাদেশ। গুরুত্বপূর্ণ মুহূর্তে পার্থক্য গড়ে দিলেন শেফালি ভার্মা। তাঁর জন্যই অবিশ্বাস্য জয় পেল ভারতীয় দল। এরই সঙ্গে ১ ম্যাচ বাকি থাকতেই টি-২০ সিরিজ দখল করল ভারত।
এই ম্যাচের ১৯-তম ওভার পর্যন্ত বাংলাদেশের জয়ের আশা ছিল। কিন্তু শেষদিকে ম্যাচের রং বদলে দেন দীপ্তি শর্মা ও শেফালি। শেষ ৮ বলে ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচ জিতল ভারত। ১৮.৫ ওভারে দীপ্তির বলে স্টাম্প হয়ে যান বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা (৩৮)। এই উইকেটই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ১৯.১ ওভারে রান আউট হয়ে যান রাবেয়া খান (০)। পরের বলে ফের উইকেট পায় ভারত। শেফালির বলে হারলিন দেওলকে ক্যাচ দিয়ে আউট হয়ে যান নাহিদা আখতার (৬)। ১৯.৪ ওভারে শেফালির বলে তাঁকেই ক্যাচ দিয়ে আউট হয়ে যান ফাহিমা খাতুন (০)। এরপর ম্যাচর শেষ বলে স্টাম্প হয়ে যান মারুফা আখতার (০)। ফলে রুদ্ধশ্বাস জয় পেল ভারত।
এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত। ইনিংসের শুরুটা ভালোই করেন ওপেনার স্মৃতি (১৩) ও শেফালি (১৯)। ওপেনিং জুটিতে যোগ হয় ৩৩ রান। এরপরেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারতীয় দল। ৩ নম্বরে ব্যাটিং করতে নামা জেমাইমা রডরিগেজ করেন ৮ রান। প্রথম বলেই আউট হয়ে যান হরমনপ্রীত (০)। ইয়াস্তিকা ভাটিয়া করেন ১১ রান। হারলিন করেন ৬ রান। দীপ্তি করেন ১০ রান। আমনজ্যোত কউর করেন ১৪ রান। ৭ রান করে অপরাজিত থাকেন পূজা বস্ত্রকর। ৫ রান করে অপরাজিত থাকেন মিন্নু মণি।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে অধিনায়ক সুলতানা ছাড়া আর কেউ ২ অঙ্কের রান করতে পারেননি। ৩০ রানে ৪ উইকেট পড়ার পর একাই লড়াই চালাচ্ছিলেন সুলতানা। তবে তাঁর পক্ষে দলকে জেতানো সম্ভব হয়নি। ভারতের বোলারদের মধ্যে ১২ রান দিয়ে ৩ উইকেট নেন দীপ্তি। ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন শেফালি। ৯ রান দিয়ে ২ উইকেট নেন মণি। ২০ রান দিয়ে ১ উইকেট নেন বারেদ্দি অনুশা।
আরও পড়ুন-
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভরাডুবির পর কী প্রস্তুতি নিয়েছে ভারত? ক্ষুব্ধ গাভাসকর
১২ বছর পর দলে টিকে মাত্র ২ জন, ডমিনিকা টেস্টের আগে স্মৃতি হাতড়াচ্ছেন বিরাট
MS Dhoni: পোষ্য সারমেয়দের সঙ্গে কেক কাটলেন ধোনি, উচ্ছ্বসিত অনুরাগীরা