Deepti Sharma: আইসিসি মহিলা টি-২০ বোলিং র‍্যাঙ্কিংয়ে ভারতের দীপ্তি শর্মা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।

Deepti Sharma: আইসিসি মহিলা টি-২০ বোলিং র‍্যাঙ্কিংয়ে ভারতের দীপ্তি শর্মা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। একধাপ এগিয়ে এবার দ্বিতীয় স্থানে পৌঁছেছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দুর্দান্ত পারফর্ম করেন তিনি।আর তার ফলে আরও অনেকটা এগিয়ে গেছেন। প্রথম দশে থাকা একমাত্র ভারতীয় তারকাই হলেন দীপ্তি শর্মা। অন্যদিকে, রেনুকা সিং ঠাকুর রয়েছেন ১১ তম স্থানে এবং রাধা যাদব আছেন ১৫ নম্বরে। অস্ট্রেলিয়ান তারকা আনাবেল সাদারল্যান্ড প্রথম স্থানে রয়েছেন। দীপ্তি মাত্র চার পয়েন্টে পিছিয়ে রয়েছেন তাঁর থেকে।

দীপ্তির সঙ্গে পাকিস্তানের সাদিয়া ইকবাল দ্বিতীয় স্থানে আছেন। ইংল্যান্ডের সোফি একলস্টোন এবং লরেন বেল যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন। অজি তারকা জর্জিয়া ওয়্যারহ্যাম আছেন ষষ্ঠ স্থানে। চার্লি ডিন (ইংল্যান্ড), আফি ফ্লেচার (ওয়েস্ট ইন্ডিজ), নাসরা সান্ধু (পাকিস্তান), ননকুলুলেকা লাব (দক্ষিণ আফ্রিকা) যথাক্রমে সপ্তম থেকে দশম স্থানে রয়েছেন। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা আছেন তৃতীয় স্থানে।

নবম স্থানে থাকা শেফালি ভার্মা হলেন প্রথম দশে থাকা আরেকজন ভারতীয় তারকা। অস্ট্রেলিয়ার তারকা বেথ মুনি শীর্ষে থাকা তালিকায় একজন। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস দ্বিতীয় স্থানে রয়েছেন। অজির তাহলিয়া ম্যাকগ্রা চতুর্থ ও দক্ষিণ আফ্রিকার তারকা লরা উলভার্ট পঞ্চম স্থানে রয়েছেন। তাজমিন ব্রিটস (দক্ষিণ আফ্রিকা), চামারি আত্তাপাত্তু (শ্রীলঙ্কা), সুজি বেটস (নিউজিল্যান্ড), শেফালি, অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া) যথাক্রমে ছয় থেকে দশ নম্বরে চলে গেছেন।

এদিকে আবার দলীয় র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া শীর্ষস্থানে অবস্থান করছে। ইংল্যান্ডের পরে তৃতীয় স্থানে রয়েছে ভারত। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, পাকিস্তান, আয়ারল্যান্ড, বাংলাদেশ যথাক্রমে চার থেকে দশ নম্বরে রয়েছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।