Suryakumar Yadav: ফের আইসিসি বর্ষসেরা টি-২০ ক্রিকেটারের জন্য মনোনীত সূর্যকুমার

গত কয়েক বছর ধরে টি-২০ ফর্ম্যাটে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতীয় দলের তারকা ব্যাটার সূর্যকুমার যাদব। তিনি সম্প্রতি ভারতীয় দলের অধিনায়কত্বও করেছেন।

আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন ভারতীয় দলের তারকা ব্যাটার সূর্যকুমার যাদব। তিনি ফের আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনীত হলেন। বুধবার দুবাইয়ে আইসিসি-র পক্ষ থেকে বর্ষসেরা টি-২০ ক্রিকেটারের জন্য ৪ জনের নাম মনোনীত করা হয়েছে। তাঁদেরই অন্যতম সূর্যকুমার। অন্য ৩ জন মনোনীত ক্রিকেটার হলেন জিম্বাবোয়ের অলরাউন্ডার সিকন্দর রাজা, উগান্ডার বোলার আলপেশ রমজানি ও নিউজিল্যান্ডের ব্যাটার মার্ক চাপম্যান। এই ৪ জন ক্রিকেটারের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স সূর্যকুমারেরই। ফলে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে পারেন এই ভারতীয় ব্যাটার। এই পুরস্কার পেলে তাঁর আত্মবিশ্বাস নিঃসন্দেহে বেড়ে যাবে।

সূর্যকুমারের অসাধারণ পারফরম্যান্স

Latest Videos

২০২৩ সালে আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে অসামান্য পারফরম্যান্স দেখিয়েছেন সূর্যকুমার। ৩৩ বছর বয়সি এই ব্যাটার ১৭ ইনিংসে ৭৩৩ রান করেছেন। তাঁর ব্যাটিংয়ের গড় ৪৮.৮৬ এবং স্ট্রাইক রেট ১৫৫.৯৫। ২০২৩ সালে প্রথম আন্তর্জাতিক টি-২০ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ৭ রান করেন সূর্যকুমার। পরের ম্যাচেই অবশ্য তিনি ৩৬ বলে ৫১ রানের অসাধারণ ইনিংস খেলেন। তৃতীয় ম্যাচে ৫১ বলে ১১২ রানের বিস্ফোরক ইনিংস খেলেন সূর্যকুমার। বছরের বাকি সময়টা ভালোই কেটেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে ৪-১ ফলে সিরিজ জিতিয়েছেন সূর্যকুমার। তিনি দক্ষিণ আফ্রিকা সফরেও টি-২০ সিরিজে ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন। এই সিরিজ ১-১ ড্র হয়।

টি-২০ ফর্ম্যাটের নতুন তারকা রাজা

জিম্বাবোয়ের অলরাউন্ডার রাজা আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে খেলছেন। ২০২৩ সালে আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে তিনিও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। ১১ ইনিংসে ৫১.৫০ গড়ে ৫১৫ রান করেন রাজা। তাঁর স্ট্রাইক রেট ১৫০.১৪। ১৪.৮৮ গড়ে ১৭ উইকেটও নেন এই অলরাউন্ডার। তাঁর ইকনমি রেট ৬.৫৭। চাপম্যান ২০২৩ সালে আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ১৭ ইনিংসে ৫০.৫৪ গড়ে ৫৫৬ রান করেছেন। স্ট্রাইক রেট ১৪৫.৫৪। রমজানি ২০২৩ সালে আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ৫৫ উইকেট নেন। তাঁর বোলিংয়ের গড় ৮.৯৮ এবং ইকনমি রেট ৪.৭৭।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Indian Street Premier League: ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে কলকাতার দলের মালিক সইফ-করিনা

Dean Elgar: কেপ টাউনে প্রথম দিনই ব্যাটিং শেষ, ডিন এলগারকে আলিঙ্গনে বিদায় বিরাট কোহলির

Big Bash League: মেলবোর্নের গ্যালারিতে বান্ধবীকে বিয়ের প্রস্তাব ভারতীয় যুবকের, ভাইরাল ভিডিও

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের