Indian Street Premier League: ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে কলকাতার দলের মালিক সইফ-করিনা

২০০৮ সালে টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল শুরু হওয়ার পর ভারতীয় ক্রিকেটে বিপ্লব এসেছে। এবার পাড়া ক্রিকেটের ধাঁচে নতুন টি১০ লিগ শুরু হতে চলেছে।

Soumya Gangully | Published : Jan 3, 2024 8:07 PM IST

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের মালিকানা রয়েছে বলিউড তারকা শাহরুখ খান, জুহি চাওলার হাতে। ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে কলকাতা দলের মালিকও বলিউড তারকারা। বলিউডের তারকা দম্পতি সইফ আলি খান ও করিনা কাপুর খান নতুন টি১০ লিগে কলকাতার দলের মালিকানা পেলেন। বুধবার সোশ্যাল মিডিয়া পোস্টে এই খবর জানিয়েছেন করিনা। তিনি লিখেছেন, ‘ক্রিকেট আমাদের ঐতিহ্য। আমরা এই ঐতিহ্য বহন করে চলেছি। আমরা সবাই ক্রিকেট খেলা ভালোবাসি। আমাদের পরিবারে ক্রিকেটের ঐতিহ্য বহমান। সেই কারণে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে টিম কলকাতার মালিকানার কথা ঘোষণা করতে গিয়ে আমি রোমাঞ্চ অনুভব করছি। তরুণ ক্রিকেটাররা এই লিগের মাধ্যমে দারুণ সুযোগ পাচ্ছে। আমরা এই অভিজ্ঞতার অংশ হতে পেরে খুব খুশি।’

টি১০ লিগের প্রতিটি দলের মালিক চলচ্চিত্র তারকারা

ভারতে প্রথম টেনিস বল টি১০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে চলেছে ২ মার্চ। এই টুর্নামেন্ট ৯ মার্চ পর্যন্ত চলবে। ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের প্রথম মরসুমে মোট ১৯টি ম্যাচ হতে চলেছে। এই টুর্নামেন্টে ৬টি দল থাকছে। কলকাতা ছাড়াও হায়দরাবাদ, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই ও শ্রীনগরের দল থাকছে। টিম মুম্বইয়ের মালিক বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। টিম শ্রীনগরের মালিক বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। টিম বেঙ্গালুরুর মালিক হৃতিক রোশন। টিম হায়দরাবাদের মালিক রাম চরণ। টিম চেন্নাইয়ের মালিক সুরিয়া। চলচ্চিত্র তারকারা এই লিগের সঙ্গে সরাসরি যুক্ত থাকায় ঔজ্জ্বল্য বেড়ে গিয়েছে।

 

 

টি১০ লিগই কি ভবিষ্যৎ?

আপাতত ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাট টি১০। যদিও এখনও আইসিসি-র স্বীকৃতি পায়নি এই ফর্ম্যাট। তবে ভবিষ্যতে টি-২০ ফর্ম্যাটের মতোই জনপ্রিয় হয়ে উঠতে পারে টি১০ ফর্ম্যাট। সেক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Big Bash League: মেলবোর্নের গ্যালারিতে বান্ধবীকে বিয়ের প্রস্তাব ভারতীয় যুবকের, ভাইরাল ভিডিও

Virat Kohli: কেপ টাউনে 'রাম' বিরাট কোহলি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Dean Elgar: কেপ টাউনে প্রথম দিনই ব্যাটিং শেষ, ডিন এলগারকে আলিঙ্গনে বিদায় বিরাট কোহলির

Read more Articles on
Share this article
click me!