IND vs SL: ষষ্ঠ ভারতীয় হিসাবে ১০ হাজার রান, নতুন মাইল ফলক রোহিতের

Asia Cup: প্রয়োজন ছিল ২২ রানের। শ্রীলঙ্কা পেসার রাজিথাকে সোজা মাথার উপর দিয়ে উড়িয়ে দিলেন বাউন্ডারির বাইরে। আর তার সঙ্গেই রেকর্ড বইতে আরও একটি কলাম যোগ করলেন রোহিত শর্মা।

Asia Cup: প্রয়োজন ছিল ২২ রানের। শ্রীলঙ্কা পেসার রাজিথাকে সোজা মাথার উপর দিয়ে উড়িয়ে দিলেন বাউন্ডারির বাইরে। আর তার সঙ্গেই রেকর্ড বইতে আরও একটি কলাম যোগ করলেন রোহিত শর্মা। ষষ্ঠ ভারতীয় ব্যাটার হিসাবে এক দিনের ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করলেন রোহিত। কেরিয়ারের ২৪৮তম ম্যাচে ১০ হাজার রান করে ফেললেন রোহিত। একই সঙ্গে শুবমান গিলের সঙ্গে ওপেনিং জুটিতে ১ হাজার রানের পার্টনারশিপের রেকর্ডও গড়লেন হিট-ম্যান।

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে মঙ্গলবার এই ম্যাচে নামার আগে ওডিআইতে ১০ হাজার রান পূর্ণ করার জন্য রোহিতের প্রয়োজন ছিল ২২ রান। সপ্তম ওভারের পঞ্চম বলে কাসুন রজিথাকে ছয় মেরে ওডিআইতে ১০ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করলেন ভারত অধিনায়ক রোহিত। এর আগে ভারতের আরও পাঁচ ব্যাটার এই কৃতিত্ব অর্জন করেছেন। তাঁরা হলেন সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি।

Latest Videos

এক দিনের ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করার ক্ষেত্রে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম রোহিত। ২০৫ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছিলেন বিরাট কোহলি। ১০ হাজার রান পূর্ণ করতে রোহিত নিলেন ২৪১ ইনিংস। সচিন এই মাইলফলক ছুঁয়েছিলেন ২৫৯টি ইনিংসে।

ভারতের ছ’জন ছাড়াও শ্রীলঙ্কার চার জন, ওয়েস্ট ইন্ডিজের দু’জন ক্রিকেটারের ১০ হাজার রান রয়েছে এক দিনের ক্রিকেটে। পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার এক জন করে ক্রিকেটারের এই কীর্তি রয়েছে। বিশ্বের যে ৮ ক্রিকেটার এক দিনের ক্রিকেটে ১০ রান করেছেন তাঁরা হলেন রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা, সনত জয়সূর্য, মাহেলা জয়বর্ধনে, ইনজামাম উল-হক, জ্যাক কালিস, ক্রিস গেইল, ব্রায়ান লারা এবং তিলকরত্নে দিলশান।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : বারাসত থেকে বাংলদেশকে চরম আক্রমণে শুভেন্দু অধিকারী
Sukanta Majumdar : BSF-কে লক্ষ্য করে গুলি বাংলাদেশীদের, ক্ষোভ উগরে দিয়ে যা বললেন সুকান্ত
চোখের সামনেই গুঁড়িয়ে পড়লো আস্ত Ranaghat-এর এক বিল্ডিং! আতঙ্কে গোটা এলাকা | Nadia Latest News Today
Suvendu on Firhad : বাঘাযতীনে এসে ফিরহাদ হাকিমকে ধুয়ে দিলেন শুভেন্দু অধিকারী, দেখুন কী বলছেন
১৯৭১ সাল থেকে আর দেখা যায়নি | Socorro Doves | London Zoo | Doves