ভারতের অধিনায়কের মোটা হওয়া লজ্জাজনক, রোহিত শর্মাকে তোপ কপিল দেবের

Published : Feb 23, 2023, 05:01 PM ISTUpdated : Feb 23, 2023, 05:03 PM IST
Kapil Dev Slams Rohit Sharma

সংক্ষিপ্ত

ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি অধিনায়ক কপিল দেব নিখাঞ্জ বরাবরই ফিটনেসের উপর জোর দেন। নিজে যখন খেলতেন, ভারতীয় দলের সবচেয়ে ফিট ক্রিকেটার ছিলেন। খেলা ছাড়ার পরেও ফিটনেস-সচেতন কপিল।

১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক কপিল দেব নিখাঞ্জ বরাবরই সোজাসাপটা কথা বলতে ভালোবাসেন। তিনি কোনওদিনই রেখে-ঢেকে কথা বলেন না। এবারও সেটাই হল। সরাসরি ভারতীয় দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মার ফিটনেস নিয়ে প্রশ্ন তুললেন কপিল। একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে কপিল বলেছেন, ‘ফিট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিনায়ক হিসেবে ফিট থাকা তো আরও জরুরি। তুমি যদি ফিট না থাকো, তাহলে সেটা লজ্জাজনক ব্যাপার। রোহিতকে ফিটনেসের উপর জোর দিতে হবে। ওর কঠোর পরিশ্রম করা প্রয়োজন। ও অসাধারণ ব্যাটার। কিন্তু ওর ফিটনেস ভালো না। ওকে অন্তত টেলিভিশনে দেখে মোটা মনে হয়। কাউকে টেলিভিশনের পর্দায় দেখা আর সামনে থেকে দেখা একরকম নয়। রোহিত অসাধারণ ক্রিকেটার। অধিনায়ক হিসেবেও সাফল্য পাচ্ছে। কিন্তু ওকে ফিট হতে হবে। বিরাট কোহলিকে দেখুন। ওকে কেউ যখনই দেখে তখন বলে, এরকমই ফিটনেস দরকার। রোহিতেরও ফিট থাকা দরকার।’

রোহিতের ফিটনেস নিয়ে চর্চা নতুন নয়। বারবার ফিটনেস নিয়ে সমস্যায় পড়তে হয়েছে এই ব্যাটারকে। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হয়েছে ভারতীয় দলের অধিনায়ককে। রোহিত অবশ্য কোনওদিন ফিটনেসের উপর জোর দেননি। তিনি নিজের মতোই আছেন। নিজের ব্যাটিং ও দল নিয়েই ভাবছেন ভারতের অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্ট ম্যাচে অসাধারণ শতরান করেন রোহিত। ভারতীয় দল সেই ম্যাচে ইনিংসে জয় পায়। নাগপুরের পিচে ব্যাটিং করা মোটেই সহজ ছিল না। কিন্তু রোহিত ওপেন করতে নেমে ১২০ রানের অসাধারণ ইনিংস খেলেন। ফলে ফিটনেস নিয়ে যতই সমালোচনা হোক না কেন, ভারতের অধিনায়ক সেসব নিয়ে ভাবছেন না।

নাগপুরে শতরান পেলেও, দিল্লিতে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে অবশ্য অর্ধশতরান বা শতরান করতে পারেননি রোহিত। প্রথম ইনিংসে ৩২ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৩১ রান করেন ভারতের অধিনায়ক। দিল্লি টেস্ট ম্যাচেও অবশ্য সহজ জয়ই পেয়েছে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজে ২-০ এগিয়ে ভারত। তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হচ্ছে ১ মার্চ। তার আগে ভারতীয় ক্রিকেটাররা এখন বিশ্রামে আছেন। এরই মধ্যে রোহিতের ফিটনেস নিয়ে প্রশ্ন তুললেন প্রশ্ন তুললেন কপিল। রোহিত অবশ্য কোনওদিনই বিরাটের মতো ফিট হয়ে ওঠার চেষ্টা করেন না। তিনি ওজন কমানোর চেষ্টা করেন না।

আরও পড়ুন-

Rohit Sharma: কে এল রাহুল দক্ষ ক্রিকেটার, ওর পাশে আছে দল, বললেন রোহিত

আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্টের জন্য আইপিএল-এর শেষদিকে দেশে ফিরবেন, জানিয়ে দিলেন স্টোকস

স্পিনিং উইকেটে অধিনায়কত্ব করার অভিজ্ঞতাই নেই প্যাট কামিন্সের, তোপ জেফ লসনের

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?