IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একাধিক নজির গড়ল ভারত, কোন কোন রেকর্ড তৈরি হল?

Published : Nov 16, 2024, 04:06 PM IST
IND VS SA

সংক্ষিপ্ত

একদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩-১ ব্যবধানে টি-২০ সিরিজ় জয়। 

সঞ্জু স্যামসন এবং তিলক ভার্মার যুগলবন্দীতে যেন রেকর্ডের ছড়াছড়ি। দুজনই শতরান পেয়েছেন। ভারত প্রথমে ব্যাট করে মোট ২৮৩ রান তোলে। আর জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৪৮ রানে। আর এই একটি ম্যাচকে ঘিরেই তৈরি হয়ে গেল একাধিক রেকর্ড।

যেমন এক বছরে সর্বাধিক শতরান সঞ্জুর দখলে। কারণ, চলতি বছরেই টি-২০ ক্রিকেটে মোট ৩টি শতরান করে ফেললেন স্যামসন। আর এক বছরে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এতগুলি শতরান করার রেকর্ড আর কোনও ক্রিকেটারের নেই। এমনিতে এর আগে রোহিত শর্মা, কলিন মুনরো, রিলি রুসো, ফিল সল্ট এবং সূর্যকুমার যাদব একই বছরে দুটি করে শতরান করেছেন। কিন্তু এবার সেই রেকর্ডো ভেঙে দিলেন সঞ্জু।

অন্যদিকে, একটি ইনিংসে জোড়া শতরান করে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে আরও একটি রেকর্ড তৈরি হয়েছে। ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার একই দলের দুজন ব্যাটার একই ইনিংসে শতরান পেলেন। এর আগে একমাত্র আইপিএলে এমনটা দেখা গেছিল। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কখনও এই উদাহরণ তৈরি হয়নি। ফলে, তিলক এবং সঞ্জুর শতরানে শুক্রবার, বিদেশের মাটিতে এই রেকর্ড গড়ে ভারত।

এদিকে প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে টি-২০ ক্রিকেটের একই সিরিজ়ে দুটি শতরান করলেন সঞ্জু। সেই তালিকায় আবার দ্বিতীয় নামটি লেখালেন তিলক। আগের ম্যাচেই শতরান করেছিলেন তিনি। এই নিয়ে একই সিরিজ়ে পরপর দুটি শতরান করার নজির গড়লেন এই তরুণ ভারতীয় ক্রিকেটার। সঞ্জু এমনিতেই চলতি সিরিজ়ে প্রথম ম্যাচে শতরান করেছিলেন।

অপরদিকে, দ্বিতীয় উইকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়লেন সঞ্জু এবং তিলক দুজন মিলে। শুক্রবার তারা ২১০ রান করেন। এর আগে গত ২০১৪ সালে, নামিবিয়ার হয়ে সাইব্রান্ড এঞ্জেলব্রেখট এবং মাইকেল লেভিট ১৯৩ রানের জুটি গড়েছিলেন। এতদিন দ্বিতীয় উইকেটের জুটিতে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এটিই ছিল সর্বাধিক রেকর্ড। যা এবার কার্যত, ভেঙে দিলেন সঞ্জুরা।

তাছাড়া টি-২০ ক্রিকেটের ইতিহাসে এর আগে এক ইনিংসে এত ছক্কা কখনও মারেনি ভারত। তাদের মোট ২২টি ছক্কা মারার নজির ছিল। শুক্রবার, সবমিলিয়ে ২৩টি ছক্কা মারেন ভারতের তিনজন ব্যাটার। তিলক মারেন ১০টি ছয়। সঞ্জু মারেন নটি এবং অভিষেক শর্মা মারেন চারটি ছয়।

ওদিকে একটি টি-২০ সিরিজ়ে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড ছিল বিরাট কোহলির। তিনি গত ২০১৯ সালে, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে একটি সিরিজ়ে ১৩টি ছক্কা মেরেছিলেন। আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজ়ে ২০টি ছক্কা মেরেছেন তিলক এবং ১৯টি ছক্কা মেরেছেন সঞ্জু। এর আগেও ভারত একাধিকবার টি-২০ ক্রিকেটে ২০০ রানের গণ্ডি পার করেছে। কিন্তু এত কম বলে কখনও তা করতে পারেনি তারা। আর এদিন ১৪.১ ওভারেই ২০০ রানের গণ্ডি পার করে দেন সঞ্জুরা।

সেই সময় মনে হচ্ছিল যেন, ৩০০ রানও তুলে ফেলতে পারে ভারত। যদিও শেষপর্যন্ত, ২৮৩ রানে গিয়ে থেমে যায় ভারতের ইনিংস।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?