সঞ্জু-তিলকের অপরাজিত শতরান, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচে ভারত ২৮৩/১

Published : Nov 15, 2024, 11:19 PM ISTUpdated : Nov 15, 2024, 11:42 PM IST
Sanju Samson

সংক্ষিপ্ত

টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দল এবারের দক্ষিণ আফ্রিকা সফরে চার ম্যাচের টি-২০ সিরিজ জয়ের পথে ভারতীয় দল। এই সিরিজে ভালো ব্যাটিং করলেন সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, অভিষেক শর্মা।

আন্তর্জাতিক টি-২০ ম্যাচে আইসিসি-র পূর্ণ সদস্য দুই দেশের লড়াইয়ে কোনও দলই এখনও পর্যন্ত ৩০০ রান করতে পারেনি। শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে অল্পর জন্য সেই নজির গড়তে পারল না ভারতীয় দল। নিজেদের রেকর্ডও স্পর্শ করতে পারল না ভারতীয় দল। গত মাসে হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে ৬ উইকেটে ২৯৭ রান করেন সূর্যকুমার যাদবরা। শুক্রবার জোহাসেনবার্গের দ্য ওয়ান্ডারার্স স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১ উইকেটে ২৮৩ রান করল ভারতীয় দল। সিরিজে ২-১ এগিয়ে ভারত। এদিনই শেষ ম্যাচ চলছে। এই ম্যাচ জিতে সিরিজ দখল করার পথে ভারতীয় দল।

সঞ্জু-তিলকের অপরাজিত শতরান

এদিন টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক সূর্যকুমার। তাঁর এই সিদ্ধান্তের যোগ্য মর্যাদা দেন ব্যাটাররা। ইনিংসের শুরুটা ভালোভাবে করেন দুই ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। ১৮ বলে ৩৬ রান করেন অভিষেক। তিনি ২টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি মারেন। ৫৬ বলে ১০৯ রান করে অপরাজিত থাকেন সঞ্জু। তিনি ৬টি বাউন্ডারি ও ৯টি ওভার-বাউন্ডারি মারেন। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৪৭ বলে ১২০ রান করে অপরাজিত থাকেন তিলক ভার্মা। তিনি ৯টি বাউন্ডারি ও ১০টি ওভার-বাউন্ডারি মারেন।

সঞ্জু-তিলকের রেকর্ড

এদিন সঞ্জু-তিলকের জুটিতে যোগ হয় ২১০ রান। যা টি-২০ ফর্ম্যাটে যে কোনও উইকেটে ভারতীয়দের জুটিতে সবচেয়ে বেশি রান। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে এক বছরে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৩ শতরান করলেন সঞ্জু। আন্তর্জাতিক টি-২০ ম্যাচে আইসিসি-র পূর্ণ সদস্য দেশের বিরুদ্ধে প্রথমবার কোনও দলের দুই ব্যাটার একসঙ্গে শতরান করলেন। কোনও আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এক ইনিংসে সবচেয়ে বেশি ওভার-বাউন্ডারি মারল ভারত। ভারতের প্রথম ব্যাটার হিসেবে পরপর দুই আন্তর্জাতিক টি-২০ ম্যাচে শতরান করলেন তিলক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

রঞ্জি ট্রফিতে বোলিংয়ের পর ব্যাটিংয়েও সাফল্য, অস্ট্রেলিয়া সফরের জন্য তৈরি শামি

দ্বিতীয় টেস্টের পর অস্ট্রেলিয়া সফরে যাবেন শামি, জানালেন ছোটবেলার কোচ

রঞ্জি ট্রফিতে ইনিংসে ১০ উইকেট, আইপিএল নিলামের আগে নজরে অংশুল কম্বোজ

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে