চতুর্থ টি-২০ ম্যাচে ১৩৫ রানে জয়, দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে দিলেন সঞ্জু-তিলক

Published : Nov 16, 2024, 12:36 AM ISTUpdated : Nov 16, 2024, 12:55 AM IST
Sanju Samson and Tilak Varma

সংক্ষিপ্ত

অতীতে কখনও দক্ষিণ আফ্রিকার মাটিতে এরকম দাপট দেখিয়ে জয় পায়নি ভারতীয় দল। এবার টি-২০ সিরিজে সঞ্জু স্যামসন, তিলক ভার্মারা দেখিয়ে দিলেন, যোগ্য দল হিসেবেই বিশ্বচ্যাম্পিয়ন ভারত।

দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-২০ সিরিজে ৩-১ জয় পেল ভারতীয় দল। শুক্রবার সিরিজের চতুর্থ ম্যাচে ১৩৫ রানে জয় পেল ভারতীয় দল। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে সঞ্জু স্যামসন ও তিলক ভার্মার অপরাজিত শতরানের সুবাদে ১ উইকেটে ২৮৩ রান করে ভারতীয় দল। জবাবে ১৮.২ ওভারে ১৪৮ রানে অলআউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ফের ভালো পারফরম্যান্স দেখালেন আর্শদীপ সিং। এই বাঁ হাতি পেসার ৩ ওভার বোলিং করে ২০ রান দিয়ে ৩ উইকেট নিলেন। ৩ ওভার বোলিং করে ১ মেডেন-সহ ৮ রান দিয়ে ১ উইকেট নেন হার্দিক পান্ডিয়া। ২ ওভার বোলিং করে ৬ রান দিয়ে ২ উইকেট নেন অক্ষর প্যাটেল। ৪ ওভার বোলিং করে ৪২ রান দিয়ে ২ উইকেট নেন বরুণ চক্রবর্তী। ৩ ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট নেন রবি বিষ্ণোই। ৩.২ ওভারে ৪২ রান দিয়ে ১ উইকেট নেন রমনদীপ সিং।

সঞ্জু-তিলকের কাছে হার দক্ষিণ আফ্রিকার

ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। সঞ্জু ও অভিষেক শর্মার ওপেনিং জুটিতে যোগ হয় ৭৩ রান। ১৮ বলে ৩৬ রান করে আউট হয়ে যান অভিষেক। তিনি ২টি বাউন্ডারি, ৪টি ওভার-বাউন্ডারি মারেন। ৫৬ বলে ১০৯ রান করে অপরাজিত থাকেন সঞ্জু। তিনি ৬টি বাউন্ডারি, ৯টি ওভার-বাউন্ডারি মারেন। ৪৭ বলে ১২০ রান করে অপরাজিত থাকেন তিলক। তিনি ৯টি বাউন্ডারি, ১০টি ওভার-বাউন্ডারি মারেন। সঞ্জু-তিলকের জুটিতে যোগ হয় ২১০ রান। এই জুটির কাছেই হার মানল দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ব্যর্থতা

বিরাট টার্গেট তাড়া করতে নেমে ৩ ওভারের মধ্যে ১০ রানে ৪ উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। এরপর ট্রিস্টান স্টাবস (৪৩), ডেভিড মিলার (৩৬) ও মার্কো জ্যানসেন (১২ বলে ২৯ অপরাজিত) কিছুটা লড়াই করলেও, ভারতের স্কোরের ধারেকাছেও পৌঁছতে পারল না দক্ষিণ আফ্রিকা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

সুযোগ পাবেন ২০৪ জন, আইপিএল নিলামে থাকছেন ৫৭৪ ক্রিকেটার, তালিকা তৈরি বিসিসিআই-এর

রঞ্জি ট্রফিতে বোলিংয়ের পর ব্যাটিংয়েও সাফল্য, অস্ট্রেলিয়া সফরের জন্য তৈরি শামি

দ্বিতীয় টেস্টের পর অস্ট্রেলিয়া সফরে যাবেন শামি, জানালেন ছোটবেলার কোচ

PREV
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা