ভারতীয় দলে তিনি ব্রাত্য! রাহানে বুঝিয়ে দিলেন ব্যাটের ধার এখনও কমেনি, কাউন্টিতে শতরান

ফের চমক দেখালেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। ভারতীয় ক্রিকেট দলে (Indian Cricket Team) দীর্ঘদিন সুযোগ পাননি তিনি।

ফের চমক দেখালেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। ভারতীয় ক্রিকেট দলে (Indian Cricket Team) দীর্ঘদিন সুযোগ পাননি তিনি।

কিন্তু তাই বলে ক্রিকেট থেকে একদমই মুখ ফিরিয়ে নেননি। প্রথম শ্রেণির ক্রিকেটে কার্যত, ২০ মাসের খরা কাটালেন তিনি। কাউন্টি ক্রিকেটে (County Cricket) লিস্টারশায়ারের হয়ে শতরান পেলেন এই ভারতীয় ব্যাটার।

Latest Videos

প্রসঙ্গত, ২০২৩ সালের জানুয়ারি মাসে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) অসমের বিরুদ্ধে শতরান করেন রাহানে। সেটি ছিল তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৯ তম শতরান। আর রবিবার, ৪০তম শতরানটি করে ফেললেন তিনি। কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ডিভিশনের ক্লাব গ্ল্যামারগনের বিরুদ্ধে ১৯০ বলে ১০২ রানের অনবদ্য ইনিংস উপহার দেন রাহানে।

উল্লেখ্য, প্রথম ইনিংসে ২৫১ রানেই শেষ হয়ে যায় লিস্টারশায়ারের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৫৫০ রান তোলে গ্ল্যামারগন। এই ম্যাচে ২৫৭ রান করেন কলিন ইনগ্রাম। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও চাপে পড়ে যায় লিস্টারশায়ার।

একটা সময় তাদের ৭৪ রানে ৩ উইকেট পড়ে যায়। সেখান থেকে দলকে টেনে তোলেন রাহানে এবং পিটার হ্যান্ডসকম্ব। শনিবার, দিনের শেষে অপরাজিত ছিলেন তারা। রবিবার, আবার জুটি গড়েন এই দুই ব্যাটার। চতুর্থ উইকেটে তাদের ১৮৩ রানের পার্টনারশিপ লড়াইতে ফিরিয়ে আনে লিস্টারশায়ারকে। শেষপর্যন্ত, ১০২ রান করে স্পিনার কিরান কার্লসনের বলে আউট হন রাহানে।

বিশেষ করে ২০২৩ সালের জুলাই মাসের পর, আর ভারতীয় দলে জায়গা পাননি তিনি। কিন্তু তারপরেও ঘরোয়া ক্রিকেট খেলছেন তিনি। কাউন্টিতে রান করার পরেও দলীপ ট্রফিতে নেওয়া হয়নি ভারতকে নেতৃত্ব দেওয়া এই ক্রিকেটারকে। কিন্তু রাহানে হাল ছেড়ে দেননি। তাঁর ব্যাটে যে এখনও বেশ ভালোই ধার রয়েছে, তা বুঝিয়ে দিলেন আবারও।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia