লিটন দাসের অসাধারণ শতরান, পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও ভালো জায়গায় বাংলাদেশ

এবারের পাকিস্তান সফরে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন বাংলাদেশের তারকা ব্যাটার লিটন দাস। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ম্যাচের পর দ্বিতীয় টেস্ট ম্যাচেও ভালো ব্যাটিং করলেন লিটন।

২৬ রানে ৬ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে যাওয়ার পর লিটন দাস ও মেহিদি হাসান মিরাজের অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে রাওয়ালপিন্ডি টেস্টে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। ৭ নম্বরে ব্যাটিং করতে নেমে ২২৮ বলে ১৩৮ রান করেন লিটন। ১২৪ বলে ৭৮ রান করেন মেহিদি। এই দুই ব্যাটার ছাড়া অন্য কেউ ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। ১৩ রান করে অপরাজিত থাকেন হাসান মাহমুদ। শাদমান ইসলাম করেন ১০ রান। বাংলাদেশের অন্য কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। প্রথম ইনিংসে পাকিস্তানের ২৭৪ রানের জবাবে ২৬২ রান করে বাংলাদেশ। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৯। বাংলাদেশের চেয়ে ২১ রানে এগিয়ে পাকিস্তান। সোমবার চতুর্থ দিন বাংলাদেশের বোলাররা যদি দ্রুত পাকিস্তানের দ্বিতীয় ইনিংস দ্রুত শেষ করে দিতে পারেন, তাহলে এই ম্যাচেও জয় পেতে পারে বাংলাদেশ।

বাংলাদেশকে ভরসা দিলেন লিটন

Latest Videos

বাংলাদেশের হয়ে ররিবার সেরা পারফরম্যান্স দেখালেন লিটন। টেস্টে চতুর্থ শতরান করলেন এই ব্যাটার। এদিন তাঁর ইনিংসে ছিল ১৩টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি। সপ্তম উইকেটে মেহিদির সঙ্গে ১৬৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন লিটন। এই পার্টনারশিপই বাংলাদেশকে লড়াইয়ে ফিরতে সাহায্য করে। এরপর হাসানের সঙ্গে ৬৯ রানের পার্টনারশিপ গড়ে তোলেন লিটন। বাংলাদেশের ইনিংসে এই দু'টি পার্টনারশিপ না হলে ম্যাচ জয়ের দিকে এগিয়ে যেতে পারত পাকিস্তান। কিন্তু বাংলাদেশকে লড়াইয়ে রাখলেন লিটন।

সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশ

পাকিস্তানের বিরুদ্ধে এখনও পর্যন্ত টেস্ট সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। কিন্তু এবার সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে। চলতি টেস্ট ম্যাচ ড্র হলে বা জিততে পারলে সিরিজ জিতে যাবে বাংলাদেশ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ভেঙে গেল ক্রিস গেইলের ছক্কার রেকর্ড, কোথায় থামবেন ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরাণ?

'রোহিত শর্মার মতো খেলোয়াড় থাকলে আম্পায়ারিং সহজ,' জানালেন আম্পায়ার অনিল চৌধুরী

'বিরাটের বড় দাদা?' জাতীয় দলের হয়ে দীর্ঘদিন একসঙ্গে খেলা নিয়ে মুখ খুললেন ধোনি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today