বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট সংস্থা বিসিসিআই। অন্য ক্রীড়া সংস্থাগুলির দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দেয় বিসিসিআই। অলিম্পিক্সের জন্যও সাহায্য করছে বিসিসিআই।
প্যারিস অলিম্পিক্সের জন্য ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনকে সাড়ে আট কোটি টাকা দিচ্ছে বিসিসিআই। রবিবার বিসিসিআই সচিব জয় শাহ এই ঘোষণা করেছেন। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, ‘আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি, প্যারিস অলিম্পিক্সে ভারতের যে অবিশ্বাস্য অ্যাথলিটরা দেশের প্রতিনিধিত্ব করতে চলেছেন, তাঁদের সাহায্য করবে বিসিসিআই। অলিম্পিক্সের জন্য আইওএ-কে সাড়ে আট কোটি টাকা দিচ্ছে বিসিসিআই। আমরা ভারতীয় দলকে শুভেচ্ছা জানাচ্ছি। ভারতকে গর্বিত করে তোলো। জয় হিন্দ।’ বিসিসিআই-এর এই ঘোষণায় সারা দেশের ক্রীড়াপ্রেমীরাই খুশি। সবারই আশা, এবারের অলিম্পিক্সে দুর্দান্ত পারফরম্যান্স দেখাবেন ভারতের অ্যাথলিটরা।
অলিম্পিয়ানদের পাশে বিসিসিআই
এবারের অলিম্পিক্সে ১১৭ জনের দল পাঠাচ্ছে ভারত। টোকিও অলিম্পিক্সের চেয়ে এবারের অলিম্পিক্সে ভারতের পদক সংখ্যা বাড়বে বলে আশায় সারা দেশ। অ্যাথলিটদের পাশে দাঁড়াল বিসিসিআই। যে অ্যাথলিটরা অলিম্পিক্সে যোগ দেন, তাঁদের বিপুল খরচ হয়। এই কারণেই অ্যাথলিটদের পাশে দাঁড়াল বিসিসিআই।
অলিম্পিক্সে বড় দল ভারতের
প্যারিস অলিম্পিক্সে ভারতের ৪৭ জন মহিলা ও ৭০ জন পুরুষ অ্যাথলিট যোগ দিচ্ছেন। ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটিক্সে এবারই সর্বাধিক ২৯ জনের দল পাঠাচ্ছে ভারত। নীরজ চোপড়া, কিশোর জেনা-সহ ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিটরা পদক জয়ের জন্য লড়াই করবেন। শ্যুটিংয়ে ভারতের ২১ জন অ্যাথলিট অলিম্পিক্সে পদক জেতার চেষ্টা করবেন। ভারত্তোলনে অবশ্য এবার ভারতের একজনই অ্যাথলিট অলিম্পিক্সে যোগ দিচ্ছেন। টোকিও অলিম্পিক্সে রুপো জেতা মীরাবাই চানু এবারও পদক জয়ের জন্য লড়াই করবেন। ইকুয়েস্ট্রিয়ান, জুডো, রোয়িংয়েও ভারতের একজন করে অ্যাথলিট যোগ দিচ্ছেন। টোকিও অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটরা ৬টি পদক পেয়েছিলেন। এবারের অলিম্পিক্স থেকে অন্তত ১০টি পদক আসবে বলে আশা করছে সারা দেশ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Neeraj Chopra: চোট সেরে গিয়েছে, অলিম্পিক্সের জন্য তৈরি হচ্ছেন, জানালেন নীরজ চোপড়ার কোচ
Olympics 2024: ১৯ মাসের মেয়েকে রেখে অলিম্পিক্সে যোগ দিচ্ছেন, পদক নিয়েই ফিরতে মরিয়া দীপিকা
Paris Olympics 2024: অলিম্পিক্সে কবে, কখন ভারতীয়দের লড়াই? দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা