'গোয়েঙ্কার ধমক দলের ক্ষতি করেছিল' স্বাধীনতার জন্য দল ছাড়লেন কেএল রাহুল

Published : Nov 13, 2024, 10:08 PM IST
KL Rahul

সংক্ষিপ্ত

গতবার খুব একটা ভালো খেলেনি লখনউ সুপার জায়ান্টস। 

পরে প্রতিযোগিতার শেষদিকে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১০ উইকেটে হারের পরই মাঠের মধ্যে অধিনায়ক কেএল রাহুলকে ধমক দেন দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা।

আর তখন থেকেই জল্পনা শুরু হয়ে যায় যে, এবার আর লখনউতে থাকবেন না রাহুল। আর ঠিক সেটাই হল। গোয়েঙ্কার সঙ্গে সেই ঘটনা নিয়ে এতদিনে মুখ খুললেন এই তারকা ক্রিকেটার। নিজেই জানালেন যে, সেই ঘটনা গোটা দলের উপর প্রভাব ফেলেছিল। আর এবার তো লখনউ ছেড়ে দিলেন তিনি।

আইপিএল সম্প্রচারকারী চ্যানেলে রাহুল বলেছেন, “সেইদিন যা হয়েছিল তা ভালো হয়নি। ম্যাচ শেষে মাঠে যা হয়েছিল, তা সকলে দেখেছিল। এই ধরনের ঘটনা একদমই ঠিক নয়। এতে গোটা দলের উপর প্রভাব পড়ে। আর ঠিক সেটাই হয়েছিল। ঐ ঘটনা গোটা দলের ক্ষতি করেছিল।”

উল্লেখ্য, নতুনভাবে আবার শুরু করতে চেয়েছিলেন রাহুল। চেয়েছিলেন এমন একটা দলে যেতে যেখানে স্বাধীনভাবে খেলতে পারবেন তিনি। বলা চলে, নিজের সেরাটা দিতে পারবেন। সেই কারণেই লখনউ ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। রাহুলের কথায়, “আমি আইপিএল-এ আবার নতুনভাবে শুরু করতে চেয়েছিলাম। নিজে চেয়েছিলাম স্বাধীনভাবে খেলতে। আর এমন একটা দলে যেতে চেয়েছিলাম, যেখানে ড্রেসিংরুমের পরিবেশ এতটা চাপের হবে না। কখনও কখনও ভালো কিছু পেতে গেলে কিছু জিনিস ছাড়তে হয়।”

প্রসঙ্গত, চলতি বছর রাহুলকে দলে না রাখার বিষয়ে গোয়েঙ্কা জানিয়েছেন, সকলে মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। তিনি বলেন, “জাহির খান, জাস্টিন ল্যাঙ্গার এবং বাকি সদস্যদের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা এমন একজন ক্রিকেটারকে চেয়েছিলাম, যারা নিজেদের আগে দলকে রাখে। ব্যক্তিগত রেকর্ডের কথা ভেবে একদমই খেলে না। তাদেরকেই ধরে রেখেছি।”

আর এবার রাহুলও নিজের পুরনো দল নিয়ে পাল্টা মুখ খুললেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?