কারও সাহায্য ছাড়াই সিঁড়ি ভাঙছেন ঋষভ পন্থ, ভাংড়ার জন্য তৈরি হও, বার্তা হারলিন দেওলের

গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হওয়ার পর অস্ত্রোপচার হয়েছে। ধীরে ধীরে ফিট হয়ে উঠছেন উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। তবে তিনি কবে মাঠে ফিরবেন, সেটা বলা সম্ভব হচ্ছে না।

অস্ত্রোপচারের পর এখন অনেকটাই ফিট হয়ে উঠেছেন ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ডান হাঁটুতে এখনও মোটা ব্যান্ডেজ থাকলেও, একাই সিঁড়ি ভেঙে উপরে উঠছেন ঋষভ। শুরুতে কিছুটা সমস্যা হলেও, পরে তিনি ভালোভাবেই সিঁড়ি ভাঙছেন। যদিও পুরোপুরি ফিট হয়ে উঠতে তাঁর এখনও অনেকদিন লাগবে। এই ভিডিওর সঙ্গে ঋষভ লিখেছেন, 'খারাপ না ঋষভ। মাঝেমধ্যে সহজ বিষয়ও কঠিন হয়ে যায়।' ঋষভের এই ভিডিও দেখে ভারতের মহিলা দলের ক্রিকেটার হারলিও দেওল লিখেছেন, 'খুব ভালো ঋষভ। ভাংড়া নাচার জন্য তৈরি হয়ে যাও।' সাধারণ ক্রিকেটপ্রেমীরাও ঋষভের এই ভিডিও দেখে খুশি। সবাই তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। তবে অনেকটা ফিট হয়ে উঠলেও, ঋষভের পক্ষে ওডিআই বিশ্বকাপে খেলা সম্ভব হবে না। তাঁর মাঠে ফিরতে এখনও অনেকদিন লাগবে। ২০২৪-এর টি-২০ বিশ্বকাপ খেলতে পারেন এই উইকেটকিপার-ব্যাটার। 

২০২২-এর শেষদিকে উত্তরাখণ্ডে গাড়ি দুর্ঘটনায় পড়েন ঋষভ। প্রথমে তাঁকে দেরাদুনের হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের হাসপাতালে। সেখানেই তাঁর অস্ত্রোপচার হয়। এরপর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ঋষভকে। তিনি আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের ম্যাচ দেখতে যান। পায়ের জোর বাড়ানোর জন্য স্যুইমিং পুলেও নেমে পড়েন এই ক্রিকেটার। এখন তিনি চিকিৎসকের পরামর্শেই সিঁড়ি ভাঙছেন। ফিট হয়ে ওঠার জন্য ঝুঁকি না নিলেও, যত দ্রুত সম্ভব মাঠে ফেরার চেষ্টা করছেন ঋষভ

Latest Videos

 

 

আইপিএল চলাকালীন চোট পান লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল। তাঁকেও অস্ত্রোপচার করাতে হয়েছে। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়াস আইয়ার চোটের জন্য আইপিএল-এ খেলতে পারেননি। রাহুল ও শ্রেয়াসের পক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও খেলা সম্ভব হয়নি। বুধবার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে রাহুল জানিয়েছেন, তিনি বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবিলিটেশন শুরু করে দিয়েছেন। জিমে হাল্কা শরীরচর্চা করতে দেখা গিয়েছে রাহুলকে। তিনি জানিয়েছেন, ছোট ছোট পদক্ষেপে সুস্থ হয়ে ওঠার দিকে এগিয়ে চলেছেন। তিনি মাঠে ফেরার চেষ্টা করছেন। রাহুলের এই পোস্টে ঋষভ লিখেছেন, 'স্বাগত'।

একসঙ্গে কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার চোট পাওয়ায় ভারতীয় দল সমস্যায় পড়ে গিয়েছে। ওডিআই বিশ্বকাপের আগে রাহুল, শ্রেয়াসের ফিট হয়ে ওঠা জরুরি। তবে ঋষভ ও জসপ্রীত বুমরার পক্ষে বিশ্বকাপে খেলা সম্ভব হবে না।

আরও পড়ুন-

স্কুলের ক্রাশের সঙ্গে এনগেজমেন্ট তুষার দেশপাণ্ডের, অভিনন্দন রুতুরাজ গায়কোয়াড়ের

ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে প্রথম একাদশে ৪ বিদেশির বেশি রাখা যাবে না, নিয়ম আনতে চলেছে আইসিসি

WTC 2023: ব্যাটিং ব্যর্থতা, পরপর ২ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হার ভারতের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari