আন্তর্জাতিক ক্রিকেটকে চ্যালেঞ্জ জানাচ্ছে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ। আন্তর্জাতিক ক্রিকেটের গুরুত্ব বজায় রাখতে নতুন উদ্যোগ নিচ্ছে আইসিসি।
আইপিএল, বিগ ব্যাশ লিগ, পাকিস্তান সুপার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, এসএ ২০-সহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ চলছে। প্রাক্তন ক্রিকেটারদের পাশাপাশি বর্তমান ক্রিকেটাররাও রমরম করে চলা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন। প্রতিটি লিগের আলাদা নিয়ন্ত্রক সংস্থা রয়েছে। আইসিসি-র নিয়ন্ত্রণ খুব বেশি নেই। তবে এবার ফ্র্যাঞ্চাইজি লিগগুলির উপর নিয়ন্ত্রণ আনতে চলেছে আইসিসি। নতুন নিয়ম চালু হতে চলেছে। কোনও ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগেই প্রথম একাদশে ৪ জনের বেশি ক্রিকেটারকে রাখা যাবে না। এই ৪ বিদেশি ক্রিকেটারের মধ্যে অবসর নেওয়া ক্রিকেটাররাও গণ্য হবেন। টি-২০ লিগে খেলার অনুমতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট দেশগুলির ক্রিকেট বোর্ডকে ক্রিকেটার পিছু ১০ শতাংশ করে অর্থ দিতে হবে। বিভিন্ন দেশের টি-২০ লিগে যেভাবে আন্তর্জাতিক ক্রিকেটাররা খেলতে যাচ্ছেন, সেই প্রবণতা ঠেকাতেই নতুন নিয়ম চালু করতে চলেছে আইসিসি। এতে অবশ্য আইপিএল-এর আয়োজকদের চিন্তার কোনও কারণ নেই। ২০০৮ সালে প্রথম মরসুম থেকেই আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি প্রথম একাদশে ৪ জনের বেশি বিদেশি ক্রিকেটারকে রাখতে পারে না।
জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার ডারবানে আইসিসি চিফ এগজিকিউটিভস কমিটির মিটিং হতে চলেছে। সেই মিটিংয়ে টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগের উপর নিয়ন্ত্রণ রাখার বিষয়ে আলোচনা হবে। এগজিকিউটিভস কমিটি যদি ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগের উপর নিয়ন্ত্রণ রাখার বিষয়টি অনুমোদন করে, তাহলে আইসিসি বোর্ডের অনুমোদনের জন্য বিষয়টি পেশ করা হবে। আইসিসি বোর্ড বিষয়টি অনুমোদন করলে ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে নতুন নিয়ম চালু হয়ে যাবে। প্রথম একাদশে সর্বাধিক ৪ জন বিদেশি ক্রিকেটারের পাশাপাশি অন্তত ৪ জন স্থানীয় ক্রিকেটারকে রাখতে হবে।
গত সপ্তাহে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল চলাকালীন আইসিসি ওয়ার্কিং গ্রুপের বৈঠক হয়। এই বৈঠকে কয়েকজন সদস্য প্রস্তাব দেন, ঘরোয়া লিগের উন্নতি করতে হবে। তাহলেই স্থানীয় ক্রিকেটাররা প্রচারের আলোয় আসার সুযোগ পাবেন। সংযুক্ত আরব আমিরশাহীর ইন্টারন্যাশলা লিগ টি-২০-এর মতো যে প্রতিযোগিতাগুলিতে বেশি স্থানীয় ক্রিকেটার নেই, সেখানে অন্তত ২ জন স্থানীয় ক্রিকেটারকে প্রথম একাদশে রাখতে হবে। আইসিসি-র অ্যাসোসিয়েট দেশগুলি থেকে বাকি ক্রিকেটারদের নিতে হবে। তবে ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগগুলির পক্ষ থেকেও পাল্টা যুক্তি পেশ করা হচ্ছে। ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে বিভিন্ন সংস্থা বহু অর্থ বিনিয়োগ করছে। ফলে লিগের আকর্ষণ কমে যায় এমন কোনও পদক্ষেপ মেনে নেবে না ফ্র্যাঞ্চাইজিগুলি।
আরও পড়ুন-
ICC Rankings: বোলারদের তালিকায় শীর্ষেই অশ্বিন, উন্নতি করলেন রাহানে
আইপিএস অফিসার সম্পত কুমারের সঙ্গে আইনি লড়াই ধোনির, শুনানি বৃহস্পতিবার
WTC 2023: ব্যাটিং ব্যর্থতা, পরপর ২ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হার ভারতের