IPL: 'নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম' মুখ খুললেন গড়াপেটা কাণ্ডে নাম জড়ানো এই ভারতীয় ক্রিকেটার

Published : Nov 18, 2024, 06:25 PM IST
ipl trophy 2024.jfif

সংক্ষিপ্ত

আজ থেকে ১১ বছর আগে ম্যাচ গড়াপেটা কাণ্ডে কলঙ্কিত হয়েছিল মেগা টি-২০ ক্রিকেট লিগ আইপিএল। 

এমনকি, জেলে বন্দি থাকার সময় ভাইকেও হারান তিনি। পরে নিজে আত্মহত্যা করতে চেয়েছিলেন। একটি পডকাস্টে নিজের জীবনের সেই কথাই তুলে ধরলেন চান্ডিলা।

ম্যাচ গড়াপেটার ঘটনায় চান্ডিলা ছাড়াও এস শ্রীসান্থ এবং অঙ্কিত চহ্বানকেও গ্রেফতার করেছিল দিল্লী পুলিশ। পরে শ্রীসন্থের শাস্তি কিছুটা কমানো হয়। তিনি ক্রিকেটেও ফিরে আসেন। সম্প্রতি ক্রিকেটে ফিরেছেন চান্ডিলাও। তবে নিজের জীবনের সেই স্মৃতি ভুলে যেতে চান তিনি। একটি পডকাস্টে চান্ডিলা জানিয়েছেন, “যাই হয়ে থাকুক না কেন, ওই সময়ের কথা মনে পড়লেই ভীষণ কষ্ট হয়। গোটা বিশ্ব জানে যে, কিছুই হয়নি।”

তাঁর কথায়, “সেই ঘটনায় জড়িত থাকলে আজ আপনার সামনে বসে কথা বলতে পারতাম না আমি। সম্প্রতি একটা লিগেও খেলেছি। আমার উপর আস্থা রাখার জন্য তাদেরকে ধন্যবাদ। ওরা আমাকে আমার জীবনে ফিরিয়ে দিয়েছে। প্রায় ১১ বছর পর ক্রিকেট খেলেছি। আইপিএল-এর ওই সময়টা দুঃস্বপ্নের মতো ছিল আমার কাছে। কখনও মনে রাখতে চাই না সেগুলো।”

এমনকি, সেইসময় তিনি নিজেকে শেষও করে দিতে চেয়েছিলেন। তিনি বলছেন, “পরিবার আমাকে শান্ত করে রেখেছিল। না হলে হয়ত নিজেকেও শেষ করে দিতাম। জেলে থাকার সময় আমার ভাইয়ের মৃত্যু হয়। কেউ আমাকে জানায়নি সেই কথা। মৃত্যুর আগে ওর সঙ্গে আমার দেখা হয়নি একবারও। মাত্র দুদিনের জন্য বাড়ি ফিরতে পেরেছিলাম। সব শেষ হয়ে গেছিল তখন। আমি দোষী নই, সেটা বার বার বোঝানোর চেষ্টা করেছিলাম।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs NZ 2nd T20: টসে জিতে বল করার সিদ্ধান্ত নিল ভারত, প্রথম একাদশে সুযোগ পেলেন কারা?
Ranji Trophy 2026: সার্ভিসেসের বিরুদ্ধে চালকের আসনে বাংলা, দ্বিতীয় দিনের শেষে এগিয়ে ৩৯৩ রানে