সংক্ষিপ্ত
সুখবর ভারতীয় ক্রিকেট (Indian Cricket) ফ্যানদের জন্য। অনুশীলনে ফিরলেন পেসার মহম্মদ শামি (Mohammed Shami)।
সুখবর ভারতীয় ক্রিকেট (Indian Cricket) ফ্যানদের জন্য। অনুশীলনে ফিরলেন পেসার মহম্মদ শামি (Mohammed Shami)।
উল্লেখ্য, ঘরের মাঠে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে আগুনে বোলিং করেছিলেন তিনি। কিন্তু বিশ্বকাপের পর জানা যায় যে, গোড়ালির চোট নিয়েই দলের প্রতি দায়িত্ববোধ থেকে বিশ্বকাপে খেলতে নেমেছিলেন শামি। এমনকি, সেই মেগা ইভেন্ট চলাকালীন ব্যথা কমার ইঞ্জেকশনও নিতেন তিনি।
বিশ্বকাপ শেষ করে চলতি বছরের গোড়ার দিকে অস্ত্রোপচার হয় তাঁর। এরপর দীর্ঘ আট মাস বিশ্রামে ছিলেন এই ভারতীয় পেসার। সেই মহম্মদ শামিই এবার ফিরলেন নেটে। বোলিং অনুশীলন শুরু করে দিলেন। সেই ভিডিওই এবার ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
চোটের জেরে ঘরের মাঠে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া সিরিজ, আইপিএল এবং টি-২০ বিশ্বকাপ সহ একাধিক সিরিজে নামেননি শামি। অবশেষে সেই শামি নামলেন বোলিং অনুশীলনে। যদিও এখনই পুরোদস্তুর রান আপ নিয়ে বোলিং করছেন না এই পেসার। অল্প রান আপে বোলিং অনুশীলন শুরু করেছেন তিনি।
প্রসঙ্গত, গত ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে মোট সাতটি ম্যাচে ২৪টি উইকেট নেন মহম্মদ শামি। তাঁর আগুনে পেস বোলিং-এ কার্যত ঝলসে যায় প্রতিপক্ষ। সামনেই রয়েছে শ্রীলঙ্কা সফর। তবে সেই আসন্ন শ্রীলঙ্কা সফরেও জাতীয় দলে ফিরতে পারবেন না শামি। কিন্তু আগামী সেপ্টেম্বর মাসে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল।
সেই সিরিজে বিশ্রাম দেওয়া হবে ভারতীয় দলের আরেক সফল পেসার যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah)। যদি সেই সিরিজের আগে শামি সুস্থ হয়ে ওঠেন, তাহলে তিনি দলে জায়গা পেতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে সেটা সময় বলবে।
কিন্তু চোট কাটিয়ে শামি যে নেটে ফিরে এসেছেন, এই খবরে খুশি অনেকেই।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।