এবারের আইপিএল নিলামে সর্বকনিষ্ঠ, চিনে নিন ১৫ বছরের এই আফগান ক্রিকেটারকে

আগামী মরসুমে আইপিএল-এ খেলতে দেখা যেতে পারে ১৫ বছর বয়সি এক ক্রিকেটারকে। আফগানিস্তানের এই ক্রিকেটারের নাম এবারের নিলামে রয়েছে।

বয়স মাত্র ১৫ বছর। কিন্তু ইতিমধ্যেই বেশ পরিণত হয়ে গিয়েছেন। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলতে চেয়েছিলেন, কিন্তু সেই সুযোগ হয়নি। এবার আইপিএল-এ খেলতে চাইছেন আফগানিস্তানের অফস্পিনার আল্লাহ মহম্মদ গজনফর। এবারের আইপিএল-এর নিলামে যে ৪০৫ জন ক্রিকেটার আছেন, তাঁদের মধ্যেই নাম রয়েছে গজনফরের। তিনি যদি কোনও ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সুযোগ পান, তাহলে অনন্য নজির গড়বেন। তাঁর চেয়ে কম বয়সে কেউ আইপিএল-এ খেলার সুযোগ পাননি। এই স্পিনারের বেস প্রাইস ২০ লক্ষ টাকা। আফগানিস্তানে স্থানীয় অনূর্ধ্ব-১৬ প্রতিযোগিতায় খেলে প্রথম নজর কাড়েন গজনফর। এরপর তিনি আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে অনুশীলন করার সুযোগ পান। এরপর আফগানিস্তানের টি-২০ লিগে খেলার সুযোগ পান তিনি। মিস নায়েক নাইটসের হয়ে দ্বিতীয় ম্যাচে হিন্দুকুশ স্টারসের বিরুদ্ধে ১৫ রান দিয়ে ৪ উইকেট নেন এই কিশোর। ৩ ম্যাচে ৫ উইকেট নেন তিনি। এই পারফরম্যান্সের সুবাদেই ক্রিকেট দুনিয়ায় নজর কেড়েছেন গজনফর।

ভারতের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে আদর্শ করে এগোচ্ছেন গজনফর। এই কিশোর জানিয়েছেন, 'অশ্বিন ভারতীয় দলকে অনেক ম্যাচ জিতিয়েছেন। তিনি একজন চ্যাম্পিয়ন বোলার। তাঁর বোলিংয়ের বৈচিত্র আমার ভাল লাগে। আমি সবসময় তাঁকে আমার আদর্শ বলে ভেবে এসেছি।'

Latest Videos

৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার গজনফরের জন্ম আফগানিস্তানের পাকিতা প্রদেশের জুরমত অঞ্চলে। শুরুতে তিনি ফাস্ট বোলার ছিলেন। কিন্তু পরে আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক দৌলত আহমাদজাইয়ের পরামর্শে স্পিন বোলিং শুরু করেন। এ বিষয়ে এই কিশোর জানিয়েছেন, 'আমি টেনিস বলে ফাস্ট বোলিং করতাম। পরে কোচের কথা শুনে স্পিন বোলিং শুরু করি। কিছুদিনের মধ্যেই আমার অ্যাকশন তৈরি হয়ে যায়। তারপর আর আমি পিছন ফিরে তাকাইনি। আমি জুনিয়র পর্যায়ে খেলেছি। আফগানিস্তানের হয়ে খেলাই আমার চূড়ান্ত লক্ষ্য। আইপিএল-এ খেলার সুযোগ পেলে আমি উন্নতি করতে পারব। আমি ভারতীয় ও বিদেশি ক্রিকেটারদের কাছ থেকে অনেককিছু শিখতে পারব। আমি সেই অভিজ্ঞতা সঞ্চয় করতে চাই। আশা করি কোনও একটি ফ্র্যাঞ্চাইজি আমাকে নেবে।'

জুনিয়র পাকিস্তান সুপার লিগে খেলেছেন গজনফর। তিনি জানিয়েছেন, স্পিন বোলিংয়ের মাধ্যমে মারকুটে ব্যাটারদের ঘোল খাওয়াতে ভালবাসেন। ঘরোয়া টি-২০ লিগে খেলে তাঁর উন্নতি হয়েছে বলেও মনে করছেন এই কিশোর। তিনি আরও উন্নতি করতে চাইছেন। সেই কারণেই আইপিএল-এ খেলতে চান এই স্পিনার।

আরও পড়ুন-

ওডিআই র‍্যাঙ্কিংয়ে এগোলেন বিরাট কোহলি, ১১৭ ধাপ উন্নতি ঈশান কিষানের

শতরান হাতছাড়া পূজারার, ৮২ রানে অপরাজিত শ্রেয়াস, বাংলাদেশের বিরুদ্ধে ভাল জায়গায় ভারত

গোয়ার হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক ম্যাচেই দুরন্ত শতরান অর্জুন তেন্ডুলকরের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury