IPL 2023: চোট সত্ত্বেও সোমবার আরসিবি-র বিরুদ্ধে খেলবেন ধোনি, জানালেন সিএসকে-র সিইও

এবারের আইপিএল-এ এখনও পর্যন্ত চেন্নাই সুপার কিংসের ফল মিশ্র। ৪ ম্যাচ খেলে ২টিতে জয় পেয়েছেন মহেন্দ্র সিং ধোনিরা। তবে হাঁটুর চোট নিয়েও লড়াই চালিয়ে যাচ্ছেন ধোনি।

বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে ম্যাচের পর তাঁকে দেখে স্পষ্ট বোঝা যায়, হাঁটতে কষ্ট হচ্ছে। পরে কোচ স্টিফেন ফ্লেমিং জানান, ধোনির হাঁটুতে চোট রয়েছে। তবে সিএসকে-র সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, সোমবার পরের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলবেন ধোনি। বিশ্বনাথন বলেছেন, 'ধোনি খেলবে। এটা সত্যি যে ওর হাঁটুতে চোট আছে। কিন্তু ও খেলবে না এরকম কোনও কথা বলেনি।' তবে ধোনির খেলা নিয়ে কোনওরকম সংশয় না থাকলেও, ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস চোট সারিয়ে ফিট হয়ে উঠে কবে মাঠে ফিরবেন, সে ব্যাপারে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। যদিও বিশ্বনাথন বলেছেন, ‘বেন এখন অনেকটাই ভালো আছে। ও দ্রুত সুস্থ হয়ে উঠছে। ও ৩০ এপ্রিলের ম্যাচের আগেই ফিট হয়ে ওঠা উচিত। আশা করি ৩০ এপ্রিলের ম্যাচে নিশ্চয়ই খেলবে। তবে তার আগেও ফিট হয়ে উঠতে পারে। ২৭ এপ্রিলের ম্যাচেও হয়তো খেলতে পারে বেন।’

সোমবার আরসিবি-র মুখোমুখি হওয়ার পর ২১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে সিএসকে। এরপর ২৩ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হচ্ছেন ধোনিরা। এরপর ২৭ এপ্রিল ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে সিএসকে। ৩০ এপ্রিল ধোনিদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। চলতি আইপিএল-এ ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এখন ৫ নম্বরে সিএসকে। পরবর্তী ম্যাচগুলি ধোনিদের কাছে গুরুত্বপূর্ণ। প্লে-অফে যেতে হলে আগামী কয়েকটি ম্যাচ জিততে হবে সিএসকে-কে। গত আইপিএল-এ ধোনিদের ফল একেবারেই ভালো হয়নি। এবার ভালো পারফরম্যান্স দেখাতে মরিয়া সিএসকে। ধোনি, স্টোকস, দীপক চাহার, সিসান্দা মাগালার মতো ক্রিকেটারদের চোট সত্ত্বেও লড়াই করতে তৈরি সিএসকে।

Latest Videos

গত ম্যাচে শেষ বল পর্যন্ত লড়াই করেও ৩ রানে হেরে যায় সিএসকে। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২১ রান। ২টি ওভার-বাউন্ডারি মেরে দলকে লড়াইয়ে রাখেন ধোনি। তবে এরপর টানা ৩টি ইয়র্কার করে রাজস্থানকে জয় এনে দেন সন্দীপ শর্মা। চেন্নাইকে জেতাতে হলে শেষ বলে ওভার-বাউন্ডারি মারার দরকার ছিল ধোনির। কিন্তু সন্দীপের বল মাঠের বাইরে পাঠাতে পারেননি সিএসকে অধিনায়ক। ধোনির পাশাপাশি ভালো ব্যাটিং করেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। কিন্তু লড়াই করেও দলকে জয় এনে দিতে পারলেন না ধোনি-জাদেজা।

আরও পড়ুন-

IPL 2023: শুক্রবার ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি কেকেআর

IPL 2023: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে স্লো ওভার রেট, হার্দিক পান্ডিয়ার জরিমানা

পিএসএল চলাকালীন বাবর আজমের সমালোচনা করায় বেরোতে পারেননি, খাবার জোটেনি, বিস্ফোরক সাইমন ডুল

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
ওয়াকফ বিলের (Waqf Bill) আঁচ বাংলার বিধানসভায়, দেখুন কী বললেন Suvendu Adhikari
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya