IPL 2023: আইপিএল-এ ২২ গজে লড়াই করবেন ক্রিকেটাররা, গ্যালারিতে উষ্ণতা ছড়াবেন সুন্দরী স্ত্রীরা

আইপিএল মানেই ক্রিকেটের সঙ্গে গ্ল্যামারের ছোঁয়া। এই টি-২০ লিগের শুরু থেকেই হাত ধরাধরি করে চলছে ব্যাট-বলের লড়াই ও ফ্যাশন। ক্রিকেটের ব্যাকরণ যেমন বদলেছে, তেমনই মাঠের বাইরের ছবিও বদলে গিয়েছে। গ্ল্যামার আর ক্রিকেট সমার্থক হয়ে গিয়েছে।

Web Desk - ANB | Published : Mar 26, 2023 4:20 PM
110
আইপিএল-এ যে ক্রিকেটাররা খেলছেন তাঁদের মধ্যে অন্যতম গ্ল্যামারাস বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা

বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা বরাবরই গ্ল্যামারাস। বড়পর্দায় অভিনয়ের সময়, ছোটপর্দায় বিজ্ঞাপনে তাঁকে যেমন চোখধাঁধানো সুন্দরী দেখতে লাগে, তেমনই ক্রিকেট খেলার সময় গ্যালারিতেও একইরকম আকর্ষণীয় বিরাট কোহলির স্ত্রী। তিনি সবসময়ই আকর্ষণের কেন্দ্রে থাকেন।

210
আইপিএল হোক বা আন্তর্জাতিক ম্যাচ, গ্যালারিতে থাকেন ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি রিতিকা সাজদে

ভারতীয় দল ও মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মার স্ত্রী রিতিকা সাজদের ফ্যাশন সেন্স প্রশংসনীয়। তাঁকে দেখে আদুরে, মিষ্টি মেয়ে বলে মনে হয়। এতে তাঁর আকর্ষণ বহু গুণ বেড়ে গিয়েছে। ম্যাচ চলাকালীন নিয়মিত গ্যালারিতে দেখা যায় রিতিকাকে।

310
আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের লেডি লাক হার্দিক পান্ডিয়ার স্ত্রী নাতাসা স্ট্যানকোভিচ

২০২২-এর আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার স্ত্রী নাতাসা স্ট্যানকোভিচ নিয়মিত ম্যাচ দেখতে যান। তিনি গ্যালারি থেকে ক্রিকেটারদের উৎসাহ দেন। গতবার আইপিএল জয়ের পিছনে লেডি লাক অনেকটা কাজ করেছিল।

410
চোটের জন্য জসপ্রীত বুমরা এবারের আইপিএল-এ না থাকলেও আকর্ষণের কেন্দ্রে সঞ্জনা গণেশন

মুম্বই ইন্ডিয়ানসের পেসার জসপ্রীত বুমরা চোটের জন্য এবারের আইপিএল-এ খেলতে পারছেন না। তবে টেলিভিশনের অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে আছেন তাঁর স্ত্রী সঞ্জনা গণেশন। টেলিভিশনের অনুষ্ঠান উপস্থাপনা ছাড়াও মডেলিং, অভিনয় করেন সঞ্জনা। তিনি অত্যন্ত জনপ্রিয়।

510
দেশের অন্যতম সফল স্কোয়াশ খেলোয়াড় দীপিকা পাল্লিকল সুন্দরী হিসেবেও খ্যাত

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিকের স্ত্রী দীপিকা পাল্লিকল প্রথম ভারতীয় হিসেবে মহিলাদের স্কোয়াশের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে সেরা ১০-এ জায়গা করে নেন। এই গ্ল্যামারাস স্কোয়াশ খেলোয়াড়কে ক্রিকেট মাঠে খুব বেশি দেখা যায় না। তবে অত্যন্ত খ্যাতনামা দীপিকা।

610
টি-২০ ফর্ম্যাটে বিশ্বের সেরা ব্যাটার সূর্যকুমার যাদবের স্ত্রী দেবিশা শেট্টিও অত্যন্ত আকর্ষণীয়

২০১২ সালে মুম্বইয়ে একটি কলেজের অনুষ্ঠানে দেবিশা শেট্টির নাচ দেখে প্রেমে পড়েন সূর্যকুমার যাদব। পরবর্তীকালে তাঁদের আলাপ, ঘনিষ্ঠতা হয়। ২০১৬ সালে তাঁদের বিয়ে হয়। তাঁরা সুখে সংসার করছেন।

710
দাঁতের ডাক্তার, কোরিওগ্রাফার, ড্যান্সার, দম বন্ধ করা সুন্দরী ধনশ্রী ভার্মা

রাজস্থান রয়্যালসের পেসার যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মা যেমন সুন্দরী, তেমনই অনেক গুণও আছে তাঁর। পেশায় দাঁতের ডাক্তার, একইসঙ্গে কোরিওগ্রাফার ধনশ্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি অত্যন্ত জনপ্রিয়।

810
ঈশান কিষাণের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, খ্যাতি বেড়েছে মডেল অদিতি হুন্ডিয়ার

২০২২-এর আইপিএল-এর সময় মডেল অদিতি হুন্ডিয়ার সঙ্গে ক্রিকেটার ঈশান কিষাণের সম্পর্কের গুঞ্জন শোনা যায়। তাঁদের একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যায়। এখন অবশ্য আর তাঁদের সম্পর্কে তেমন কিছু শোনা যাচ্ছে না।

910
ভারতীয় ক্রিকেটে গ্ল্যামারের ছোঁয়া এনেছেন কে এল রাহুলের স্ত্রী আথিয়া শেট্টি

সম্প্রতি অভিনেত্রী ও মডেল আথিয়া শেট্টির সঙ্গে বিয়ে হয়েছে লখনউ সুপার জায়ান্টসের তারকা ব্যাটার কে এল রাহুলের। বিয়ের আগে থাকতেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। এবারের আইপিএল চলাকালীন গ্যালারিতে গ্ল্যামারের ছোঁয়া আনবেন আথিয়া।

1010
২০২২-এর আইপিএল-এর সেরা খেলোয়াড় জস বাটলারের স্ত্রী লুইজি ওয়েবার ফিটনেস ট্রেনার

ইংল্যান্ডের ক্রিকেটার জস বাটলারের স্ত্রী লুইজি ওয়েবার ফিটনেস ট্রেনার। তাঁর নিজস্ব ফিটনেস সেন্টারও আছে। বাটলারও তাঁর স্ত্রীর কাছে ট্রেনিং নেন। ফিটনেসের পাশাপাশি ফ্যাশনের দিকেও নজর থাকে লুইজির।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos