ঝাড়খণ্ডের বাসিন্দাদের মধ্যে সবচেয়ে বেশি আয়কর দেওয়ার নজির মহেন্দ্র সিং ধোনির

Published : Apr 06, 2023, 12:46 AM ISTUpdated : Apr 06, 2023, 12:59 AM IST
MS Dhoni

সংক্ষিপ্ত

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি যেমন অর্থ রোজগার করেন তেমনই আয়করও জমা দেন। দায়িত্ববান নাগরিক হিসেবে নিজের যাবতীয় কর্তব্য পালন করেন ধোনি।

গত অর্থবর্ষে ঝাড়খণ্ডের বাসিন্দাদের মধ্যে সবচেয়ে বেশি আয়কর দেওয়ার নজির গড়লেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আয়কর বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সদ্য শেষ হওয়া অর্থবর্ষের জন্য আগাম আয়কর হিসেবে ৩৮ কোটি টাকা জমা দিয়েছেন ধোনি। তাঁর বার্ষিক আয় ১৩০ কোটি টাকার মতো। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকে আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা ছাড়া ক্রিকেটের সঙ্গে আর তেমন কোনও সম্পর্ক নেই। কিন্তু তারপরেও ধোনির আয় কমেনি। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই টানা ঝাড়খণ্ডের বাসিন্দাদের মধ্যে সবেচেয়ে বেশি আয়কর দিয়ে আসছেন ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরেও সেই রীতি বদলাননি এই তারকা। ২০২০-২১ অর্থবর্ষে আগাম আয়কর হিসেবে ৩০ কোটি জমা দিয়েছিলেন ধোনি। এবার তিনি তার চেয়েও বেশি আয়কর দিলেন।

চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সুবাদে ১২ কোটি টাকা পাচ্ছেন ধোনি। এর ৩ গুণেরও বেশি অর্থ আগাম আয়কর হিসেবে জমা দিলেন তিনি। এতেই স্পষ্ট হয়ে যাচ্ছে, ব্যবসা ও বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সেমন্ট বাবদ বিপুল অর্থ রোজগার করেন ধোনি। তাঁর মোট সম্পদ প্রায় ৯৫০ কোটি টাকা। ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ধনী সচিন তেন্ডুলকর। তাঁর ঠিক পরেই আছেন ধোনি। তিনি বিভিন্ন সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার। এছাড়া স্টার্ট আপ কোম্পানি, সেকেন্ড হ্যান্ড গাড়ি, ফিনটেক কোম্পানি, স্পোর্টস টিম, চাষ রয়েছে ধোনির। তিনি ইন্টেরিয়র ডেকারেশন সংস্থাতেও অর্থ বিনিয়োগ করেছেন। কিছুদিন আগে প্রোডাকশম হাউসও খুলেছেন ধোনি। ফলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও তাঁর রোজগার বেড়েই চলেছে।

ধোনির দল এবারের আইপিএল-এর প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের কাছে হেরে গেলেও, দ্বিতীয় ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে ১২ রানে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে। ধোনি নিজে ২ ম্যাচে এখনও পর্যন্ত বড় রান করার সুযোগ পাননি। কিন্তু তাঁর স্ট্রাইক রেট দুর্দান্ত। দুই ম্যাচেই বেশি বল খেলার সুযোগ পাননি সিএসকে অধিনায়ক। লখনউয়ের বিরুদ্ধে ৩ বল খেলে ১২ রান করেন ধোনি। প্রথম ২ বলেই ওভার-বাউন্ডারি মারেন তিনি। এটাই হয়তো ধোনির শেষ আইপিএল। এখনও পর্যন্ত ৪ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে। আইপিএল থেকে অবসর নেওয়ার আগে আর অন্তত একবার চ্যাম্পিয়ন হওয়াই ধোনির লক্ষ্য।

আরও পড়ুন-

আইপিএল-এ পরপর ২ ম্যাচে জয় পাঞ্জাব কিংসের

দলে অভিজ্ঞতার অভাব নেই, দাবি কেকেআর কোচের

২ ম্যাচে ৮ উইকেট, আইপিএল কাঁপাচ্ছেন মার্ক উড

PREV
click me!

Recommended Stories

IND vs SA T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গেলেন অক্ষর প্যাটেল, পরিবর্ত কে?
Messi in Delhi: ভারতীয় দলের জার্সি এবং টি-২০ ক্রিকেট বিশ্বকাপের টিকিট উপহার মেসিকে, দিল্লীতে মেসি ম্যাজিক