IPL 2023: ধাওয়ান-প্রভসিমরনের অসাধারণ ইনিংস, পরপর ২ ম্যাচে জয় পাঞ্জাব কিংসের

Published : Apr 05, 2023, 11:44 PM ISTUpdated : Apr 06, 2023, 12:11 AM IST
Shikhar Dhawan

সংক্ষিপ্ত

বুধবার আইপিএল-এ ছিল পাঞ্জাব কিংস আর রাজস্থান রয়্যালসের লড়াই। রাজকীয় লড়াই ঠিক যেমন হওয়া উচিত তেমনই হল। উপভোগ্য ম্যাচ দেখার সুযোগ পেলেন ক্রিকেটপ্রেমীরা।

কলকাতা নাইট রাইডার্সের পর রাজস্থান রয়্যালসকেও হারিয়ে দিল পাঞ্জাব কিংস। চলতি আইপিএল-এ টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল শিখর ধাওয়ানের দল। বুধবার গুয়াহাটিতে ৫ রানে জয় পেল পাঞ্জাব কিংস। বুধবার টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। প্রথমে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ১৯৭ রান করে পাঞ্জাব কিংস। দুর্দান্ত পারফরম্যান্স দেখান অধিনায়ক ধাওয়ান ও প্রভসিমরন সিং। ৫৬ বলে ৮৬ রান করে অপরাজিত থাকেন ধাওয়ান। তাঁর ইনিংসে ছিল ৯টি বাউন্ডার ও ৩টি ওভার-বাউন্ডারি। প্রভসিমরন করেন ৬০ রান। তাঁর ৩৪ বলের ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। ওপেনিং জুটিতে যোগ হয় ৯০ রান। জিতেশ শর্মা করেন ২৭ রান। শাহরুখ খান করেন ১১ রান। রাজস্থানের হয়ে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন জেসন হোল্ডার। ২৫ রান দিয়ে ১ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। ৫০ রান দিয়ে ১ উইকেট নেন যুজবেন্দ্র চাহাল।

রাজস্থানের হয়ে ব্যাটিং ওপেন করতে নামেন রবিচন্দ্রন অশ্বিন ও যশস্বী জোয়সোয়াল। ৪ বল খেলে কোনও রান করার আগেই আউট হয়ে যান অশ্বিন। যশস্বী করেন ১১ রান। জস বাটলার করেন ১৯ রান। লড়াই করেন অধিনায়ক সঞ্জু। তিনি ২৫ বলে ৪২ রান করেন। রাজস্থান রয়্যালসের অধিনায়কের ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। দেবদত্ত পাড়িক্কল করেন ২১ রান। রিয়ান পরাগ করেন ২০ রান। শিমরন হেটমায়ার করেন ৩৬ রান। তাঁর ১৮ বলের ইনিংসে ছিল ১টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। শেষদিকে দুর্দান্ত লড়াই করেন ধ্রুব জুরেল। তিনি ১৫ বলে ৩২ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৩টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। ১ রান করে অপরাজিত থাকেন হোল্ডার। পাঞ্জাব কিংসের হয়ে ৩০ রান দিয়ে ৪ উইকেট নেন নাথান এলিস। ৪৭ রান দিয়ে ২ উইকেট নেন আর্শদীপ সিং। শেষ ওভারে জয়ের জন্য ১৬ রান দরকার ছিল রাজস্থানের। কিন্তু ৯ রানের বেশি করতে পারেননি ধ্রুবরা। ৭ উইকেটে ১৯২ রান করেই থেমে যায় রাজস্থান

প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছিল রাজস্থান। বুধবারও দারুণ লড়াই করেন সঞ্জু-ধ্রুবরা। কিন্তু নিয়ন্ত্রিত বোলিং করে জয় ছিনিয়ে নিল পাঞ্জাব। এলিসের বোলিংই পার্থক্য গড়ে দিল।

আরও পড়ুন-

এমসিসি-র লাইফটাইম মেম্বারশিপ সম্মান ঝুলন, মিতালি, ধোনি, যুবরাজ, রায়নাকে

দলে অভিজ্ঞতার অভাব নেই, দাবি কেকেআর কোচের

২ ম্যাচে ৮ উইকেট, আইপিএল কাঁপাচ্ছেন মার্ক উড

PREV
click me!

Recommended Stories

IND vs SA T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গেলেন অক্ষর প্যাটেল, পরিবর্ত কে?
Messi in Delhi: ভারতীয় দলের জার্সি এবং টি-২০ ক্রিকেট বিশ্বকাপের টিকিট উপহার মেসিকে, দিল্লীতে মেসি ম্যাজিক