সংক্ষিপ্ত

যাঁরা বলছিলেন এটাই চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল তাঁদের মুখের মতো জবাব দিয়ে প্রতিটি ম্যাচেই ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন এই উইকেটকিপার-ব্যাটার।

ঘরের মাঠে পয়েন্ট তালিকায় সবার শেষে থাকা দিল্লি ক্যাপিটালপসকে সহজেই ২৭ রানে হারিয়ে প্লে-অফের দিকে আরও একধাপ এগিয়ে গেল চেন্নাই সুপার কিংস। ১২ ম্যাচ খেলে মহেন্দ্র সিং ধোনির দলের পয়েন্ট ১৫। শীর্ষে থাকা গুজরাট টাইটানস ১১ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়েছে। ফলে হার্দিক পান্ডিয়ার দলের মতোই ধোনিদেরও প্লে-অফে যাওয়া প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। এদিন হেরে ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সবার শেষেই থাকল দিল্লি ক্যাপিটালস। ডেভিড ওয়ার্নারের দলের আর প্লে-অফে যাওয়ার কোনও আশা নেই। ১০ নম্বর থেকে ৯ বা ৮ নম্বরে ওঠাই এখন দিল্লি ক্যাপিটালসের কাছে বড় চ্যালেঞ্জ।

ঘরের এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে বড় স্কোর করতে পারেনি চেন্নাই সুপার কিংস। ৮ উইকেটে ১৬৭ রান করে ধোনিরা। টি-২০ ফর্ম্যাটে এই রান খুব বড় নয়। এই স্কোর করার পর জয় পেতে হলে ভালো বোলিং করত হয়। ঠিক সেটাই করলেন মাথিসা পাথিরানা, দীপক চাহার, রবীন্দ্র জাদেজা, তুষার দেশপাণ্ডে, মইন আলিরা। এর ফলেই সহজ জয় পেল সিএসকে। ৮ উইকেটে ১৪০ রান করেই থেমে গেল দিল্লি ক্যাপিটালস।

সিএসকে-র ব্যাটারদের মধ্যে এদিন কেউই বড় রান করতে পারেননি। ওপেনার রুতুরাজ গায়কোয়াড় করেন ১৮ রান। অপর ওপেনার ডেভন কনওয়ে করেন ১০ রান। অজিঙ্কা রাহানে করেন ২১ রান। মইন করেন ৭ রান। শিবম দুবে করেন ২৫ রান। অম্বাতি রায়াডু করেন ২৩ রান। জাদেজা করেন ২১ রান। ৯ বলে ২০ রান করেন ধোনি। ১ রান করে অপরাজিত থাকেন চাহার। দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন মিচেল মার্শ। ২৭ রান দিয়ে ২ উইকেট নেন অক্ষর প্যাটেল। ১ উইকেট করে নেন খলিল আহমেদ, ললিত যাদব ও কুলদীপ যাদব।

রান তাড়া করতে নেমে দ্বিতীয় বলেই অধিনায়ক ওয়ার্নারের (০) উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস। অপর ওপেনার ফিলিপ সল্ট করেন ১৭ রান। মার্শ করেন ৫ রান। মণীশ পাণ্ডে করেন ২৭ রান। রিলি রসু করেন ৩৫ রান। রিপল প্যাটেল করেন ১০ রান। অক্ষর করেন ২১ রান। ১২ রান করেন ললিত। ২ রান করে অপরাজিত থাকেন আমন হাকিম খান। সিএসকে-র হয়ে ৩ উইকেট নেন পাথিরানা। ২ উইকেট নেন চাহার। ১ উইকেট নেন জাদেজা।

আরও পড়ুন-

MS Dhoni : অস্কারজয়ী তথ্যচিত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সংবর্ধনায় মহেন্দ্র সিং ধোনি

IPL 2023: লড়াই সবসময় নিজের সঙ্গে, নাম না করে নবীন-উল-হককে জবাব বিরাট কোহলির

IPL 2023: অস্ত্রোপচার সফল, দ্রুত মাঠে ফিরতে বদ্ধপরিকর কে এল রাহুল