IPL 2023: ঘরের মাঠে দুরন্ত জয়, আইপিএল-এ ঘুরে দাঁড়াল চেন্নাই সুপার কিংস

ঘরের মাঠে জনসমর্থনকে পুঁজি করে ঘুরে দাঁড়াল চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচে গুজরাট টাইটানসের কাছে হেরে গেলেও, দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখাল মহেন্দ্র সিং ধোনির দল।

এবারের আইপিএল-এর প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়াল চেন্নাই সুপার কিংস। সোমবার ঘরের মাঠে লখনউ সুপার কিংসের বিরুদ্ধে ১২ রানে জয় পেল মহেন্দ্র সিং ধোনির দল। তবে এই ম্যাচে ধোনিদের জয় সহজ হয়নি। প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ২১৭ রান করার পরেও জয় পেতে যথেষ্ট পরিশ্রম করতে হল ধোনিদের। দুর্দান্ত লড়াই করে ৭ উইকেটে ২০৫ রান করল কে এল রাহুলের নেতৃত্বাধীন লখনউ। এবারের আইপিএল-এই প্রথম কোনও ম্যাচে ৪০০-র বেশি রান হল। চলতি মরসুমে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান করল সিএসকে। পাল্টা লড়াই করল লখনউ।

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন লখনউয়ের অধিনায়ক রাহুল। কিন্তু তাঁর হিসেবে ভুল হয়ে যায়। সিএসকে-র দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান। ৩১ বলে ৫৭ রান করেন রুতুরাজ। তাঁর ইনিংসে ছিল ৩টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি। ২৯ বলে ৪৭ রান করেন কনওয়ে। তাঁর ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে শিবম দুবে করেন ১৬ রান। মইন আলি করেন ১৯ রান। বেন স্টোকস অবশ্য এদিনও বড় রান পেলেন না। ইংল্যান্ডের এই অলরাউন্ডার করেন ৮ রান। ১৪ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন অম্বাতি রায়াডু। রবীন্দ্র জাদেজা করেন ৩ রান। শেষ ওভারে ব্যাটিং করতে নেমে প্রথম ২ বলে ওভার বাউন্ডারি মারেন ধোনি। ৩ বলে ১২ রান করেন সিএসকে অধিনায়ক। ১ রান করে অপরাজিত থাকেন মিচেল স্যান্টনার। লখনউয়ের হয়ে ৪৯ রান দিয়ে ৩ উইকেট নেন মার্ক উড। ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন রবি বিষ্ণোই। ৩৯ রান দিয়ে ১ উইকেট নেন আবেশ খান।

Latest Videos

রান তাড়া করতে নেমে লখনউয়ের ইনিংসের শুরুটা দুর্দান্তভাবে করেন কাইল মেয়ার্স। ২২ বলে ৫৩ রান করেন এই ওপেনার। তাঁর ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। অপর ওপেনার রাহুল করেন ২০ রান। মেয়ার্স আউট হয়ে যাওয়ার পরেই লখনউয়ের রানের গতি কমে যায়। পরপর উইকেট পড়ে যায়। ২ রান করেন দীপক হুডা। ক্রুণাল পান্ডিয়া করেন ৯ রান। মার্কাস স্টোইনিস করেন ২১ রান। নিকোলাস পুরাণ করেন ৩২ রান। আয়ূষ বাদোনি করেন ২৩ রান। ১৭ রান করে অপরাজিত থাকেন কৃষ্ণাপ্পা গৌতম। ১০ রান করে অপরাজিত থাকেন উড। সিএসকে-র হয়ে ২৬ রান দিয়ে ৪ উইকেট নেন মইন। ৪৫ রান দিয়ে ২ উইকেট নেন 'ইমপ্যাক্ট প্লেয়ার' তুষার দেশপাণ্ডে। ২১ রান দিয়ে ১ উইকেট নেন স্যান্টনার।

আরও পড়ুন-

এবারের আইপিএল-এ বেশিদূর এগোতে পারবে না মুম্বই ইন্ডিয়ানস, দাবি টম মুডির

ধার করা ব্যাটে প্রথম শতরান, আর্থিক সঙ্কটের বাউন্সার সামলে আইপিএল-এ তিলক ভার্মা

শিম্পাঞ্জিকে নকল করে শরীরচর্চা যুবরাজ সিংয়ের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
ওয়াকফ বিলের (Waqf Bill) আঁচ বাংলার বিধানসভায়, দেখুন কী বললেন Suvendu Adhikari
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya