
অ্যাওয়ে ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস। এই জয়ে উচ্ছ্বসিত পাঞ্জাবের অধিনায়ক শিখর ধাওয়ান। ম্যাচ শেষ হওয়ার পর তিনি বলেছেন, ‘এই জয় খুব স্পেশাল। চেন্নাইয়ে চেন্নাইকে হারানো অনেক বড় ব্যাপার। আমি এই জয়ে খুব খুশি। এই জয় আমাদের দলের সবার অসাধারণ চরিত্রের পরিচয় দিল। পরাজয়কে পিছনে ফেলে রেখে তরতাজা মানসিকতা নিয়ে খেলতে নেমে আমরা জয় পেলাম। আমাদের বোলাররা যেভাবে বোলিং করেছে, তাতে আমি খুব খুশি। আমরা বিপক্ষ দলকে ঠিকঠাক রানেই আটকে রাখতে পেরেছিলাম। আমাদের দলের ব্যাটাররা ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে। অধিনায়ক হিসেবে আমি চাই ওরা যত বেশি ওভার সম্ভব ক্রিজে থাকুক। লিয়াম (লিভিংস্টোন) ছন্দ ফিরে পেয়েছে। আমি চাই ও বেশিক্ষণ ব্যাটিং করুক। আমাদের দলের সবাই ভালো খেলছে। এটা আমাদের পক্ষে ভালো লক্ষণ।’
পাঞ্জাব কিংসের জয়ের নায়ক সিকন্দর রাজা বলেছেন, ‘দলকে জেতাতে পারলে সবসময়ই খুব ভালো লাগে। শেষ বলের আগে যখন আম্পায়ারের সঙ্গে আমাদের আলোচনা চলছিল, তখন আমি ড্রেসিংরুমের দিকে তাকিয়ে দেখছিলাম, অনেকেই হাত তুলে আছে। দলের সবাই কী বলতে চাইছিল জানি না। হয়তো আমাদের দলের কোনও একজনকে পরিবর্তন করা নিয়ে আলোচনা চলছিল। আমি ঠিক জানি না। আমরা বলেছিলাম, শেষ ওভারে একটি বাউন্ডারি মারতে পারলেই তারপর প্রতি বলে ১ রান করে নিলেই জয় পাব। সেটা যদি করতে না পারি, তাহলে ছুটে রান নিতে হবে। সেই সময়ই লিভি (লিভিংস্টোন) রান করার দায়িত্ব নেয়। ও এক ওভারে ২০ রান করে। সেই ওভারই ম্যাচের পরিস্থিতি বদলে দেয়। আমি যখন ব্যাটিং করতে নামি, তখন যত জোরে সম্ভব ছোটার চেষ্টা করছিলাম। আমি ওভার-বাউন্ডারি মারার চেষ্টা করছিলাম কিন্তু সাফল্য পাচ্ছিলাম না।’
সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেছেন, ‘আমাদের কখন কী করতে হবে, তার জন্য তৈরি থাকতে হবে। আমরা যখন ব্যাটিং করছিলাম, তখন শেষ কয়েক ওভারে আরও ১০-১৫ রান করতে পারতাম। আমাদের বোলারদের হাতে আরও একটু বেশি রান দেওয়া দরকার ছিল। আমাদের দলের ব্যাটাররা ধারাবাহিকভাবে রান করে চলেছে। ২০০ রান জয়ের জন্য যথেষ্ট ছিল। কিন্তু আমরা ২টি ওভারে খারাপ বোলিং করেছি। আমরা ভালো বোলিং করতে পারিনি। আমাদের কোথায় সমস্যা হচ্ছে দেখতে হবে।’
আরও পড়ুন-
IPL 2023: চিপকে হাড্ডাহাড্ডি লড়াই, শেষ বলে জয় ছিনিয়ে নিল পাঞ্জাব কিংস
IPL 2023: আইপিএল-এ অধিনায়ক হিসেবে ধোনির মতোই হার্দিক, মত সুনীল গাভাসকরের
চুনী গোস্বামীর নামাঙ্কিত গেট উদ্বোধন, সুনীল গাভাসকরের মুখে জয় মোহনবাগান